কলকাতা, 2 ডিসেম্বর: বৃষ্টির মতো শীতও কি দক্ষিণবঙ্গের প্রতি মুখ ঘুরিয়ে থাকবে ? অগ্রহায়ণের শেষে আবহাওয়ার এই পরিবর্তনে অনেকেই সেই শঙ্কা করছেন ৷ হেমন্তের শেষ ভাগে বাতাসে বসন্তের উত্তাপ ৷ ফলে শীত কাতুরে মানুষের কাছে এই আবহাওয়া পৌষমাস ঠান্ডার সর্বনাশ ৷ যদিও আলিপুর আবহাওয়া অফিস আশ্বাস দিয়েছে, ঠান্ডা পড়বে (West Bengal Weather) ।
আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের কোনও পূর্বাভাস নেই ৷ আবহাওয়া থাকবে শুষ্ক পরিষ্কার থাকবে ৷ উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন রাতের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ছিল ৷ দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2-1 ডিগ্রি বেশি ছিল ৷ বঙ্গোপসাগর দিয়ে যে বাতাস আসছে, তাতে জলীয়বাষ্পের পরিমাণ বেশি ছিল ৷ ফলে উপকূলের কাছাকাছি অঞ্চলগুলি কিছুটা মেঘলা ছিল । এর ফলে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়ে গিয়েছিল ৷ এটা বৃদ্ধি স্বল্পস্থায়ী হবে ৷ আগামী 2-3 দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ফের 2-3 ডিগ্রি কমবে ৷"
ডিসেম্বরের প্রথমেও ঠান্ডার আমেজ নেই দক্ষিণে, কী বলছেন আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় ? আরও পড়ুন: সাফল্য পেতে নক্ষত্রের শুভ অবস্থান জানুন রাশিফলে
কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রির কাছাকাছি ৷ আবার সর্বনিম্ন তাপমাত্রা যা স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা বেড়েছিল, তা আজ থেকে 1 ডিগ্রির মতো কমে 17 ডিগ্রির কাছাকাছি চলে আসবে ৷ উত্তরবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি আছে ৷ আবহাওয়া এরকমই থাকবে ৷ বঙ্গোপসাগর থেকে বয়ে আসা বাতাসে জলীয় বাষ্প ঢোকার কারণে আকাশ কিছুটা মেঘলা ছিল । ফলে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি হয়েছিল ৷ এখন ঠান্ডা হাওয়া প্রবেশের কথা থাকলেও তা একটু কম, এর প্রভাবে আবহাওয়া গরম হয়েছে ৷ সর্বনিম্ন তাপমাত্রা যতটা থাকা উচিত, সেটা একটু বেশি ৷ ফলে ভোরের দিকে যে ঠান্ডা থাকার কথা সেটার প্রভাব সেভাবে ছিল না ৷ এই অবস্থাটা স্থায়ী হবে না ৷ আগামী 2-3 দিনের মধ্যে এটা স্বাভাবিক হয়ে যাবে, জানিয়েছেন আবহবিদ ৷
এই সময় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 16.8 ডিগ্রি সেলসিয়াস থাকে ৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে আবহাওয়ায় এরকম পরিবর্তন হয় ৷ তবে কলকাতার ক্ষেত্রে এখনই 15 ডিগ্রির নীচে তো তাপমাত্রা নামবে না ৷ সেটা দু-একদিনের মধ্যে কমে 17 ডিগ্রিতে দাঁড়াবে ৷ বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 19.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 92 শতাংশ, সর্বনিম্ন 47 শতাংশ ৷ শুক্রবার দিনের আকাশ পরিষ্কার থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি ও 18 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ৷
আরও পড়ুন: কতটা দূষণমুক্ত আমরা ? জেনে নিন জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবসে