পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: আচমকা হাওয়া বদল, শীতের আমেজে ভাটা বঙ্গে - বঙ্গে শীত

কলকাতাবাসীর বহু আশার শীত এখনও আসেনি ৷ তবে আসছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ অতএব অপেক্ষা ছাড়া আর করার কিছু নেই (IMD Kolkata Weather Forecast) ৷

Winter
ETV Bharat

By

Published : Nov 30, 2022, 6:54 AM IST

কলকাতা, 30 নভেম্বর: শীত কি লুকোচুরি খেলছে ? কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের গতিপ্রকৃতি দেখলে সেই ধারণা হতে পারে ৷ কয়েকদিন আগেও একটা তিরতিরে ঠান্ডা অনুভূত হচ্ছিল ৷ গত 48 ঘণ্টায় তা সেভাবে মালুম হচ্ছে না ৷ বরং কখনও কখনও পাখা পর্যন্ত চালাতে হচ্ছে (West Bengal Weather Forecast) ৷

হাওয়া অফিস বলছে এই ঠান্ডা গরমের খেলা সাময়িক ৷ জাঁকিয়ে ঠান্ডা কাছে না হলেও খুব দূরে নয় ৷ জেলা শহরে ইতিমধ্যে ঠান্ডা মালুম হচ্ছে ৷ কলকাতাতে ধীরে হলেও শীত পড়বে ৷ ইতিমধ্যে উত্তর-পশ্চিম দিক থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে ৷ বাতাসে জলীয় বাষ্প কম থাকায় শুষ্কতা বাড়ছে ৷

দক্ষিণবঙ্গের পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও ঠান্ডা অনুভূত হচ্ছে বেশ ৷ যদিও হাওয়া অফিস কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ ঘনীভূত হওয়ার পূর্বাভাস দিচ্ছে না ৷

আরও পড়ুন: আজ প্রেমের জেয়ারে ভাসবেন কারা, জানুন রাশিফলে

কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.4 সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা গত কয়েকদিন 16-17 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করলেও তা এখন 19.3 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার এই হঠাৎ বৃদ্ধিতে গরম অনুভূতি হচ্ছে ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 90 শতাংশ ও 44 শতাংশ ৷ বৃহস্পতিবার দিনের আকাশ পরিষ্কার থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি এবং 19 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

ABOUT THE AUTHOR

...view details