কলকাতা, 8 নভেম্বর: ঘূর্ণাবর্তের হাত ধরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হলেও তাতে এ রাজ্যে প্রভাব পড়বে না । আন্দামানের কাছে বঙ্গোপসাগরের উপর তৈরি হয়ে ঘূর্ণাবর্ত তামিলনাড়ুর দিকে এগোতে পারে । আপাতত রাজ্যের আবহাওয়ায় হেমন্তের পরশ । ভোরের কুয়াশা, ঘাসের আগায় শিশির দিনে রোদের তাপমাত্রায় সেই আগুন ঝরানো অনুভূতি নেই । বরং সময় যত গড়ায় হালকা হচ্ছে রোদের তাপ । বাতাসে ঠাণ্ডার শিরশিরানি বাড়ে । রাতের দিকে গায়ে হালকা চাদর দিলে আরাম লাগে (IMD Kolkata Weather Forecast) ।
আলিপুর আবহাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "এই মুহূর্তে আমাদের অঞ্চলের উপরে কোনও ঘূর্ণাবর্ত নেই । আগামী পাঁচ দিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে । উত্তর ও দক্ষিণবঙ্গের সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া । কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । শুধুমাত্র উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম দু'দিন দার্জিলিং এবং কালিম্পং- উপরের এই দুটো জেলাতে খুব হালকা বৃষ্টি হতে পারে । এছাড়া আগামী পাঁচ দিনে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই । এই মুহূর্তে আমাদের রাতের তাপমাত্রা যা চলছে, তাতেও কোনও পরিবর্তন নেই । অর্থাৎ কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং দিনের বেলায় তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । দিনের আকাশ পরিষ্কার থাকবে । বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ।"