কলকাতা, 5 নভেম্বর: ভোরের দিকে ঠাণ্ডার অনুভূতি । বেলায় রোদের তাপ বাড়লেও পরিস্থিতি অসহনীয় হয়ে উঠছে না । বেলা গড়ানোর সঙ্গে বাতাসে ফিরছে ঠাণ্ডার আমেজ । হাওয়া অফিস জানাচ্ছে, বছরের এই সময়টা আবহাওয়ার গতি প্রকৃতি এইরকম থাকাই স্বাভাবিক । বৃষ্টি সপ্তাহ দুয়েক আগে বিদায় নিয়েছে । ফলে শীতের শুষ্কতাই রুক্ষ করছে ত্বক । তাহলে কি দুয়ারে শীত (IMD Kolkata Weather Forecast) ?
আলিপুর আবহাওয়া অফিস বলছে চলতি মাসটা এভাবেই চলবে । বর্ষার মতো শীতের আগমনের কোনও নির্দিষ্ট দিনক্ষণ নেই । এভাবে বাতাসে ঠাণ্ডার অনুভূতি বৃদ্ধির মধ্যে দিয়েই আসে শীত । তবে সেটা নভেম্বরের তৃতীয় সপ্তাহের আগে নয় । শহরের সর্বোচ্চ তাপমাত্রা এখন 30 ডিগ্রির আশেপাশে থাকবে । সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রির ঘরে । মধ্যরাতের পর থেকে তাপমাত্রা নামবে ।