পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: 'আসছে সে আসছে...', আগামী সপ্তাহে তাপমাত্রা নামার ইঙ্গিত

সারা বছর রোদ্দুরে ঘাম ঝরানো শহরবাসী অপেক্ষা করে থাকে কখন শীত পড়বে ৷ চলছে নভেম্বর ৷ শীত না এলেও ঠাণ্ডা পড়তে শুরু করেছে ৷ আগামী সপ্তাহে এই অনুভূতি আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস (IMD Kolkata Winter Forecast) ৷

Winter in Bengal
ETV Bharat

By

Published : Nov 5, 2022, 6:52 AM IST

কলকাতা, 5 নভেম্বর: ভোরের দিকে ঠাণ্ডার অনুভূতি । বেলায় রোদের তাপ বাড়লেও পরিস্থিতি অসহনীয় হয়ে উঠছে না । বেলা গড়ানোর সঙ্গে বাতাসে ফিরছে ঠাণ্ডার আমেজ । হাওয়া অফিস জানাচ্ছে, বছরের এই সময়টা আবহাওয়ার গতি প্রকৃতি এইরকম থাকাই স্বাভাবিক । বৃষ্টি সপ্তাহ দুয়েক আগে বিদায় নিয়েছে । ফলে শীতের শুষ্কতাই রুক্ষ করছে ত্বক । তাহলে কি দুয়ারে শীত (IMD Kolkata Weather Forecast) ?

আলিপুর আবহাওয়া অফিস বলছে চলতি মাসটা এভাবেই চলবে । বর্ষার মতো শীতের আগমনের কোনও নির্দিষ্ট দিনক্ষণ নেই । এভাবে বাতাসে ঠাণ্ডার অনুভূতি বৃদ্ধির মধ্যে দিয়েই আসে শীত । তবে সেটা নভেম্বরের তৃতীয় সপ্তাহের আগে নয় । শহরের সর্বোচ্চ তাপমাত্রা এখন 30 ডিগ্রির আশেপাশে থাকবে । সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রির ঘরে । মধ্যরাতের পর থেকে তাপমাত্রা নামবে ।

আরও পড়ুন: কাদের ফাটকা বাজারে বিনিয়োগ করার জন্য আজকের দিন এক্বেবারে উপযুক্ত ? জানাচ্ছে রাশিফল

নতুন সপ্তাহের মাঝামাঝি সময় থেকে আবহাওয়ায় কিছু পরিবর্তন লক্ষ করা যেতে পারে । উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে তাপমাত্রার অধোগতি ধীরে ধীরে বাড়বে । ফলে ঠাণ্ডাও বাড়বে । শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা 20.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 93 শতাংশ । শনিবার দিনের আকাশে রোদ থাকবে । শনিবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 এবং 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

ABOUT THE AUTHOR

...view details