কলকাতা, 7 ফেব্রুয়ারি: ভোরের ঠান্ডা আমেজ সকাল হতেই উধাও ৷ শীতবস্ত্র গায়ে চাপিয়ে বেরলে রোদের তাপে খুলে ফেলতে হচ্ছে ৷ শীতের দুপুরে হালকা ঠান্ডার আমেজ মেখে বইমেলা চত্বরে ভিড় করা বইপ্রেমীরা অস্বস্তিতে পড়ছেন ৷ মাঘ মাস তার শেষ সপ্তাহে ৷ শীতও তার শেষ স্পেলে ব্যাটিং করছে ৷ ঠান্ডা-গরমের এই দোলাচলে শীতের বিদায় সময়ের অপেক্ষা (West Bengal Winter Update) ৷
আলিপুর হাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামী 9 তারিখ, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপমাত্রা 2 ডিগ্রি বাড়বে ৷ 10 ফেব্রুয়ারি, বৃহস্পতিবার এই তাপমাত্রা একটু কমার সম্ভাবনা থাকলেও 11 এবং 12 ফেব্রুয়ারি তাপমাত্রা ফের একটু বাড়বে ৷ আবার 13, 14 ফেব্রুয়ারি নাগাদ তাপমাত্রা একটু কমবে ৷ এই তাপমাত্রা বৃদ্ধি-হ্রাসের বিষয়টি 14 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে ৷ আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে তাপমাত্রা একই থাকবে ৷ আগামী 24 ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে ৷ আলিপুরদুয়ার ও কোচবিহারের ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে ৷ উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে ৷ আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, কলকাতা এই জায়গাগুলিতে ভোরের দিকে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে ৷ যেহেতু বঙ্গোপসাগরের উপর বিপরীত ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, তার ফলে কিছুটা জলীয় বাষ্প আমাদের রাজ্যের বাতাসে প্রবেশ করবে ৷