কলকাতা, 29 ডিসেম্বর: শীতের ধর্মতলার আকাশে আধফালি চাঁদ, কুয়াশা ঢাকা সন্ধ্যায় তার নিঝুম উপস্থিতি অব্যক্ত প্রশ্ন ছুড়ে দেয় ৷ বছর শেষ হতে আর তিনদিন ৷ ঠান্ডার আমেজ মেখে নতুন বছরের আবাহনে এটাই তো সঠিক সময় ৷ কিন্তু ঠান্ডা যদি পিঠটান দেয়, তাহলে নতুন বছরকে বরণের আনন্দটাই মাটি (IMD Kolkata Winter Weather Update) ৷
হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 25.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা 20.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 7 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রিতে থাকলে, তাকে স্বাভাবিক বলা যেত ৷ পারদের এই ঊর্ধ্বগতির কারণ কী ? আবহবিদরা জানচ্ছেন বঙ্গোপসাগর থেকে বয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাসের বেশি পরিমাণে প্রবেশ এবং উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা ঠান্ডা বাতাস দুর্বল হওয়াতে এই বদল ৷ তবে তারা হাওয়া বদলের ব্যাপারে সুখবর শোনাচ্ছেন ৷
আরও পড়ুন: বর্ষশেষের শেষ লক্ষ্মীবারে আর্থিক অগ্রগতি কাদের, জানুন রাশিফলে
আগামী দু'দিনের মধ্যে রাতের সর্বনিম্ন তাপমাত্রা 2-5 ডিগ্রি কমবে ৷ কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে রাতের সর্বনিম্ন তাপমাত্রা আজ থেকে 15 ডিগ্রির ঘরে নেমে আসবে ৷ তবে এই পারদ পতন আপাতত দু'দিন স্থায়ী হবে ৷ বর্ষশেষের রাত থেকে ফের সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রির ঘরে ঢুকে পড়বে ৷ ফলে বর্ষশেষের রাত এবং নতুন বছরের প্রথম কয়েকটি দিন শীতের আমেজ সেভাবে মিলবে না বলেই মনে করছেন আবহবিদরা ৷ উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী দুই দিন রাতের সর্বনিম্ন তাপমাত্রা 2-3 ডিগ্রি কমলেও 31 ডিসেম্বর থেকে তা বাড়বে ৷ ফলে বঙ্গে শীতের অবাধ যাতায়াতে কাঁটা ছড়াচ্ছে বঙ্গোপসাগরের বয়ে আসা বাতাসের জলীয় বাষ্প ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91 শতাংশ এবং সর্বনিম্ন 52 শতাংশ ৷ বৃহস্পতিবার ভোরের দিকে কুয়াশা থাকলেও দিনে রোদ উঠবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 26 ডিগ্রি এবং 15 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷