কলকাতা, 24 ডিসেম্বর: কুয়াশার চাদর মোড়া ভোরে নেই শীতের উত্তাপ ৷ বরং ভোর থেকে সকাল হতে না হতেই সম্পূর্ণ উধাও ঠান্ডার আমেজ। বেলার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে দিনের তাপমাত্রা ৷ বড়দিনের আগে আবহাওয়ার এমন আপডেট শীতবিলাসীদের মনখারাপ করে দিতে বাধ্য ৷ বিপরীত ঘূর্ণাবর্তের জেরেই শীতের এই খামখেয়ালিপনা ৷ ফলে প্রথম পর্বে শীতের ইনিংস জমিয়ে শুরু হলেও তা এখন মনখারাপের কারণ (West Bengal Winter Weather Update) ৷
বর্ষশেষের সপ্তাহে সেই মনখারাপ সরবে কি না, তার পূর্বাভাস সেভাবে দিতে পারেনি হাওয়া অফিস ৷ আলিপুর হাত্তয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ সকাল পর্যন্ত ঠান্ডা বজায় থাকলেও দুপুর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে ৷ বিশেষ করে আগামী 24 ঘণ্টা পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা 2-4 ডিগ্রি বেড়ে যাবে দুই বঙ্গে ৷ তাপমাত্রা বৃদ্ধি পাবে, বড়দিনে শীতের আমেজ কমবে ৷ ঘন কুয়াশার জন্য উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদায় দৃশ্যমানতা কমবে । দৃশ্যমানতা 50-200 মিটার থাকবে ৷ দক্ষিণ বঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে ৷ কলকাতাতেও মাঝারি কুয়াশার প্রভাব থাকবে ।"