পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: বিপরীত ঘূর্ণাবর্তের কাঁটায় উষ্ণ বড়দিন

বড়দিন আসছে ৷ উৎসবের প্রস্তুতি চলছে ৷ কিন্তু জমিয়ে ঠান্ডা উধাও ৷ আগামী ক'দিন ঠান্ডার বদলে গরম ভাব থাকবে, জানিয়েছে আলিপুর হাওয়া অফিস (IMD Kolkata Weather Update) ৷

Winter
ETV Bharat

By

Published : Dec 20, 2022, 7:03 AM IST

Updated : Dec 20, 2022, 7:12 AM IST

25 ডিসেম্বরে আবহাওয়া কেমন থাকবে, জানালেন আলিপুরের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 20 ডিসেম্বর: বিপরীত ঘূর্ণাবর্তের কাঁটায় কলকাতার বড়দিন উষ্ণ ৷ কয়েকদিন আগেও ঠান্ডার টি-20 পারফর্ম্যান্সে শীতবিলাসীরা আনন্দিত হয়েছিলেন ৷ কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্তে উত্তুরে শুষ্ক ঠান্ডা বাতাসের অবাধ প্রবেশে বাধা পেয়েছে ৷ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে বঙ্গে, আগামী দিনে যা বাড়বে ৷ আর তাতেই ঠান্ডার দফারফা ৷ চড়ছে পারদ (IMD Kolkata Christmas Weather Update) ৷

আলিপুর আবহাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামী পাঁচ দিন উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কোথাও উল্লেখযোগ্য পরিবর্তন নেই ৷ দু'দিন আগে কলকাতায় তাপমাত্রা নেমে 13 ডিগ্রির ঘরে ছিল ৷ এখন তা বেড়ে 17 ডিগ্রির কাছাকাছি চলে গিয়েছে ৷ আগামী 5 দিন নতুন করে পারদ পতনের সম্ভাবনা নেই ৷ কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা 16-17 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে ৷ জেলাগুলিতে তাপমাত্রা যেরকম আছে, সেটাই থাকবে ৷
উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরে আগামী দু'দিন ভোরের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে ৷ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে ৷"

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে হালকা কুয়াশা সম্ভাবনা থাকবে ৷ আপাতত 23 ডিসেম্বর পর্যন্ত আবহাওয়া এরকম থাকার পূর্বাভাস দিয়েছেন উপ-অধিকর্তা ৷ তাপমাত্রার এই ওঠানামায় ঠান্ডা-গরমের অস্বস্তিতে বিপাকে জনজীবন ৷ অসুস্থতা বাড়ছে ৷ চিকিৎসকরা জানিয়েছেন, এই আবহাওয়ায় সর্দি-কাশির সম্ভাবনা বাড়ে ৷ ধুলো থেকে অ্যালার্জিও হতে পারে ৷

আরও পড়ুন: ফের রাজ্যকে স্বীকৃতি কেন্দ্রের, দেশের সেরা প্রকল্পের পুরস্কার পাচ্ছে দুয়ারে সরকার

বঙ্গে শীতকাল মানে উৎসবের সমাহার ৷ 25 ডিসেম্বর বড়দিনের উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে ৷ কিন্তু হাওয়া অফিসের আভাস, বড়দিনে জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা নেই ৷ বরং তাপমাত্রা উপরের দিকে থাকবে ৷ 23 ডিসেম্বরের পরে তাপমাত্রা বর্তমানের চেয়ে সামান্য বাড়বে ৷ এই বিষয়ে আগে পূর্বাভাস দেওয়া হবে, জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "ক্রিসমাসের সময় জমিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা খুব কম ৷ বরং এখন যা চলছে, তার থেকে এক থেকে দু'ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে ৷" উষ্ণ ক্রিসমাসের কারণ, শুক্রবার 23 ডিসেম্বরের পরে বঙ্গোপসাগরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্ত ৷ এই মুহূর্তেও বাতাসে যে পরিমাণে জলীয় বাষ্প রয়েছে 23 ডিসেম্বরে পরে দক্ষিণবঙ্গের আরও বেশি পরিমানে জলীয় বাষ্প ঢুকবে ৷ এর সঙ্গে নীচের দিকে বাতাসের গতিবেগ কম হওয়ায় দুই বঙ্গে কুয়াশার দাপট থাকবে ৷ ফলে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়া সম্ভাবনা থেকে যাচ্ছে ।

সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ৷ সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক 26.6 ডিগ্রি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ 92 এবং 54 শতাংশ ৷ মঙ্গলবার ভোরের দিকে কুয়াশা থাকলেও দিনের আকাশ পরিষ্কার ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 এবং 16 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন: ভালোবাসার মানুষের সঙ্গে কেমন কাটবে দিন, জানুন রাশিফলে

Last Updated : Dec 20, 2022, 7:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details