পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: সপ্তাহান্তেই ঠান্ডা পড়বে, পূর্বাভাস আলিপুরের - সিকিম ও দার্জিলিংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস

ঘূর্ণাবর্তের ফলে রাজ্যে জমিয়ে শীত পড়ছিল না ৷ তবে এবার সেই আশার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷ সপ্তাহ শেষে রাজ্যে তাপমাত্রা কমবে (IMD Kolkata Winter Weather Forecast) ৷

Winter
ETV Bharat

By

Published : Dec 15, 2022, 6:47 AM IST

Updated : Dec 15, 2022, 7:09 AM IST

কবে পড়বে শীত ? জানালেন আলিপুরের আবহাওয়াবিদ গণেশকুমার দাস

কলকাতা, 15 ডিসেম্বর: জড়তা কাটিয়ে নির্দিষ্ট সময়ে শীত তার নিজস্ব ছন্দে বঙ্গে ধরা দিতে চলেছে ৷ গত ক'দিনের ঘূর্ণাবর্ত শীতের আগমনে যে কাঁটা ছড়িয়েছিল, তা এখন সরে গিয়েছে ৷ সপ্তাহান্তে শীত আসছে ৷ আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, আগামী কয়েকদিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে পারদ নিম্নমুখী হতে চলেছে (West Bengal Weather) ৷

আজ থেকে উত্তর-পশ্চিমে শীতল হওয়ার দাপট বাড়বে এবং তাপমাত্রাও কমতে শুরু করবে ৷ পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা কমবে ৷ আগামিকাল থেকে কলকাতা-সহ বাদবাকি জেলাতেও তাপমাত্রা নীচের দিকে থাকবে ৷ শনিবার থেকে কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রির কম হতে পারে ৷ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ শুধুমাত্র সিকিম ও দার্জিলিংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ উত্তর-পশ্চিমে হাওয়ার দাপট বাড়বে এবং শীতের আমেজ বাড়বে দুইবঙ্গে ৷ এই প্রথমবার দিন ও রাতের তাপমাত্রায় 2-4 ডিগ্রি কমবে ৷

আরও পড়ুন: ব্যস্ততার মধ্যেও মনের মানুষের সঙ্গে সময় কাটাতে পারবেন কারা, জানুন রাশিফলে

বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.0 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 17.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ বৃহস্পতিবার ভোরে কুয়াশা থাকলেও দিনের আকাশ পরিষ্কার ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি এবং 16 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

Last Updated : Dec 15, 2022, 7:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details