কলকাতা, 14 ডিসেম্বর: ঘূর্ণাবর্তের জেরে জেরবার উপকূল ৷ আর সেই কারণেই শীতের যাত্রাপথে পড়ছে বাধা ৷ মানদৌস ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে ৷ নিম্নচাপটির বর্তমান অবস্থান কর্ণাটক এবং কেরলের আরবসাগরের উপকূলে ৷ যা উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। এর ফলে তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে ৷ পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবে 55 কিলোমিটার বেগে ৷ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে (West Bengal Weather) ৷
দক্ষিণ আন্দামান সাগরে একইরকম ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এর প্রভাবে নিকোবর দ্বীপপুঞ্জে আজ এবং আগামিকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ এরপর এটি শ্রীলঙ্কা উপকূলের দিকে এগিয়ে যাবে ৷ ঘূর্ণাবর্তের জেরে বঙ্গে তাপমাত্রা বেড়েছে ৷ সপ্তাহান্তে পারদ পতনের কথা জানিয়েছে হাওয়া অফিস ৷