কলকাতা, 9 ফেব্রুয়ারি: ভালোবাসার সপ্তাহে ছুটিতে শীত ৷ ফলে ঠান্ডার আমেজ মেখে যাঁরা প্রিয়মানুষটির হাত ধরে সময় কাটাবেন ভাবছিলেন, তাঁদের মুখ ভার ৷ ইতিমধ্যে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঢুকে পড়েছে ৷ গরম জামাকাপড় গায়ে রাখা দূরে থাক, হালকা ফ্যান চালালে ভালো লাগছে ৷ শীতের বিদায় আসন্ন ৷ তবে ঘাম ঝরিয়ে শীতের এমন বিদায়, আশা করা যায়নি ৷ বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশি ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না ৷ আগামী 10, 11, 12 ফেব্রুয়ারি তাপমাত্রা বেশ কিছুটা বাড়লেও 13 ফেব্রুয়ারি সোমবার থেকে তাপমাত্রা কমবে ৷ 14 ফেব্রুয়ারিও সেই পারদ পতন জারি থাকবে ৷ তারপর থেকে পারদ চড়তে থাকবে ৷ সেক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোই বৃদ্ধি পাবে ৷ তাই রাতের দিকে হালকা ঠান্ডার আমেজ যেটুকু বাকি রয়েছে, তা আর মিলবে না ৷ অর্থাৎ মাঘের শেষেই শীতের বিদায় ৷