কলকাতা, 9 মে: ফের তাপপ্রবাহের সম্ভাবনা রাজ্যের দক্ষিণে ৷ আর এর জন্য দায়ী নতুন নিম্নচাপ ৷ সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হয়েছে ৷ আর এই নিম্নচাপ আশপাশের অঞ্চল থেকে জলীয়বাষ্প টেনে নিচ্ছে ৷ ফলে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া তৈরি হবে ৷ তাপমাত্রাও বাড়বে বলে জানিয়েছেন আলিপুর হাওয়া অফিসের আবহবিদ সৌরিশ কুমার বন্দ্যোপাধ্যায় ৷ এমনকী 9-11 তারিখ পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে ৷ গতকালই উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, হুগলি, ঝাড়গ্রাম পুরুলিয়ায় তাপমাত্রা কোথাও 40 ডিগ্রি ছুঁয়েছে, তো কোথাও 41 ডিগ্রিতে পৌঁছেছে ৷
নিম্নচাপ প্রসঙ্গে আবহবিদ জানান, মঙ্গলবার অর্থাৎ 9 মে এই নিম্নচাপ শক্তি আরও বাড়িয়ে একটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ৷ 10 তারিখ এর শক্তি আরও বৃদ্ধি পেয়ে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে । ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী আন্দামান সাগরের কাছে অবস্থান করবে ৷ এর ফলে আশপাশের অঞ্চল থেকে জলীয়বাষ্প এখানে চলে আসবে ৷ এর প্রভাবে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প কমে যাবে এবং তাপমাত্রা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে ৷
11 তারিখ পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের গতিমুখ থাকবে উত্তর-পশ্চিম দিকে অর্থাৎ পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের দিকে ৷ এর জন্য দক্ষিণবঙ্গে কোনও ঝড়-বৃষ্টি হবে না, ঝোড়ো হাওয়া বইবে না ৷ 11 তারিখ এই ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম অভিমুখে রওনা দিতে পারে ৷ 12 মে ঘূর্ণিঝড়টি পূর্ব-উত্তর-পূর্ব দিকে ঘুরে যেতে পারে বাংলাদেশ-মায়ানমার উপকূলের দিকে এগোবে বলে মনে করা হচ্ছে ৷ তবে এর রাজ্যে উপর কতটা প্রভাব পড়বে তা এখনই নিশ্চিত করে বলতে পারছে না হাওয়া অফিস ৷ এই ঘূর্ণিঝড়টি দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলের কতটা কাছ দিয়ে যাবে, সেটা জানতে আরও কিছুটা সময় লাগবে ৷ সেই অনুযায়ী রাজ্যের উপকূলীয় অঞ্চলে প্রভাবের পূর্বাভাস দেওয়া হবে ৷