কলকাতা, 12 এপ্রিল: পুড়ছে বাংলা। প্রতিদিন তাপমাত্রার পারদ যেভাবে চড়ছে তাতে আইপিএলের ওভার প্রতি রানের স্ট্রাইক রেটেকেও প্রতিযোগিতায় ফেলে দিতে পারে ৷ শুকনো গরমের তাপ এতটাই যে আলিপুর হাওয়া অফিস বেশ কিছু সতর্কতাও জারি করে চলেছে ৷ বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত প্রয়োজন না পড়লে বাড়ির বাইরে বেরতে নিষেধ করা হচ্ছে ৷ হালকা সুতির পোশাক পরা থেকে খাবার- সবকিছুতে নিয়ম মেনে চলার কথা বলছেন আবহাওয়াবিদরা ৷
বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন পর্যন্ত তাপমাত্রার পারদ চড়তে থাকবে, একথা নতুন নয় ৷ সেই তাপমাত্রা তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি করে কি না, সেটাই এখন দেখার বিষয় ৷ কয়েকটি জেলা বিশেষত পশ্চিমের জেলাগুলিতে পারদ চল্লিশ ডিগ্রি পার করে যেতে পারে বলে জানানো হয়েছে ৷ সেই সম্ভাবনা কলকাতার ক্ষেত্রেও রয়েছে বলে মনে করছে হাওয়া অফিস ৷
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্যে দিনের তাপমাত্রা বাড়বে ৷ শুষ্ক আবহাওয়াই থাকবে ৷ দুই বঙ্গের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই । মঙ্গলবার রাজ্যের একাধিক জায়গায় পারদ 38 ডিগ্রি পেরিয়েছে ৷ আজ এই তাপমাত্রা আরও বাড়বে ৷ 15-16 এপ্রিল পর্যন্ত এটাই চলবে ৷ আগামী পাঁচদিন বৃষ্টিহীন ৷" বাংলায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পারদ ছুঁয়ে ফেলা নতুন নয় ৷ তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়াও এই প্রথমবার হচ্ছে না ৷ কিন্তু গরমের এই ইনিংস লম্বা সময় ধরে চলায় জীবন বিপর্যস্ত হয়েছে ৷