পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: প্রবল বৃষ্টিতে হড়পা বানের সতর্কতা উত্তরবঙ্গে, ভ্যাপসা গরম দক্ষিণে - West Bengal Monsoon Update

উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে আগামী পাঁচদিন ৷ আলিপুর আবহাওয়া অফিস সতর্কতা জারি করেছে।এই বৃষ্টির ফলে উত্তরবঙ্গে দৃশ্যমানতা কমবে ৷ প্লাবিত হবে নিচু এলাকা ৷ শস্য ও সবজি চাষের ক্ষতি হতে পারে বলে জানানো হয়েছে ৷ এদিকে দক্ষিণে বৃষ্টি হলেও তার পরিমাণ খুব একটা বেশি হবে না ৷

ETV Bharat
উত্তরবঙ্গে বর্ষা

By

Published : Jul 4, 2023, 7:36 AM IST

Updated : Jul 4, 2023, 7:53 AM IST

পাহাড়ে বৃষ্টি নিয়ে পূর্বাভাস দিলে আলিপুরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 4 জুলাই: প্রবল দুর্যোগের ঘনঘটা উত্তরবঙ্গের আকাশে ৷ আগামী পাঁচদিন উত্তরবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনকী কোনও কোনও জায়গায় ভারী এবং অতি ভারী বৃষ্টি হবে ৷ অন্যদিকে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পাশাপাশি বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে ৷ উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় অতি ভারী বৃষ্টি হবে ৷ প্রথম 24 ঘণ্টায় ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে মালদা এবং দুই দিনাজপুরেও ৷ তবে 48 ঘণ্টা পর থেকে বৃষ্টির পরিমাণ একটু কমবে ৷

আরও পড়ুন: বাংলা মাধ্যমের পড়ুয়ারা অংশ নিতে পারবে না ভর্তি প্রক্রিয়ায় ! লোরেটো কলেজের নির্দেশে নিন্দার ঝড়

প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় দার্জিলিং ও কালিম্পংয়ের বেশ কিছু এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে ৷ জলস্তর বাড়বে তিস্তা, তোর্সা, জলঢাকার মতো উত্তরবঙ্গের নদীগুলিতে ৷ জারি করা হয়েছে হড়পা বানের সতর্কতাও ৷ প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে পাহাড়ি এলাকায় ৷ উত্তরবঙ্গের নিচু এলাকা প্লাবিত হতে পারে ৷ নিচু এলাকার শস্য ও সবজি চাষের ক্ষতি হতে পারে ৷

সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আরও জানান, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে ৷ জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে ৷ দিনে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও রাতে স্বস্তি ফিরবে ৷ তবে নতুন করে তাপমাত্রা আর বৃদ্ধি পাবে না ৷ আগামী পাঁচ থেকে ছ'দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির পরিস্থিতি একই থাকবে ৷ এখন দেশজুড়ে মৌসুমী বায়ুর অবস্থান ৷ পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত ৷ এই রেখা উত্তরপ্রদেশ, দক্ষিণ বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত চলে গিয়েছে ৷

আরও পড়ুন: প্রেমের জন্য শুভ দিন বৃষের, আনন্দে কাটবে মিথুনের; বাকিরা জানুন রাশিফলে

আজ, মঙ্গলবার কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ বিকেল বা সন্ধ্যায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে ৷ বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বাড়বে ৷ তাপমাত্রার পরিসংখ্যানে সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 89 শতাংশ, সর্বনিম্ন 61 শতাংশ ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি এবং 29 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

Last Updated : Jul 4, 2023, 7:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details