পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, বৃষ্টি কমে দক্ষিণে বাড়বে তাপমাত্রা - ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরে ভারী থেকে অতি-ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ এতে পাহাড়ি অঞ্চলে ধস নামতে পারে, নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে ৷ এদিকে দক্ষিণে বৃষ্টি কমবে ৷ তবে সব জেলাগুলিতেই কম-বেশি বৃষ্টি চলতে থাকবে ৷

ETV Bharat
আবহাওয়া

By

Published : Jun 30, 2023, 7:28 AM IST

কলকাতা, 30 জুন: বৃষ্টি ফের পাহাড়মুখী ৷ উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস ৷ পাহাড়ে ধস, নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে ৷ দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলাতে ৷ তবে এবার বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে, বাড়বে তাপমাত্রা ৷

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে ৷ মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ৷ আগামী 24 ঘণ্টায় কলকাতা-সহ উপকূল সংলগ্ন বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে ৷ আগামিকাল শনিবার থেকে সোমবারের মধ্যে 2-4 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৷ সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি ৷ রাজ্যে এখন বর্ষাকাল ৷ তাই বৃষ্টি পরিমাণে কমলেও তা হবে ৷

আরও পড়ুন: ইডির নোটিশ পাওয়ার পরেই বেপাত্তা সায়নী ঘোষ!

উত্তরবঙ্গে আগামী দু'দিনে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷ শনিবার থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের জেলাগুলিতে ৷ আজ উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার- এই তিন জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর ৷ শনিবার উত্তরবঙ্গে শুধুমাত্র কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

রবিবার, 2 জুলাই অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ৷ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ের মতো উপরের জেলাগুলিতে ৷ প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা দার্জিলিং ও কালিম্পংয়ের বেশ কিছু এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে ৷ জলস্তর বাড়বে উত্তরবঙ্গের নদীগুলিতে ৷ প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের নিচু এলাকা প্লাবিত হতে পারে ৷ চাষের ক্ষতি হতে পারে ৷

আরও পড়ুন: আজ কেমন কাটবে দিন জানুন রাশিফলে

বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রী কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 25.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 92 শতাংশ এবং সর্বনিম্ন 87 শতাংশ ৷ আজ শুক্রবার দিনের আকাশ মেঘলাই থাকবে ৷ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি এবং 27 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

ABOUT THE AUTHOR

...view details