পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, পুজোর মুখে বাড়ছে চিন্তা - আলিপুর আবহাওয়া অফিস

আগামী 3-4 দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে (one or two spells of rain) । উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই । শুধু আজ দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা । বাকি জেলাগুলোয় হালকা থেকে মাঝারি বৃষ্টি (Weather Update) ।

ETV Bharat
ETV Bharat

By

Published : Sep 20, 2022, 6:47 AM IST

Updated : Sep 20, 2022, 8:35 AM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর: বৃষ্টি যেন স্লগ ওভারে যতটা সম্ভব রান তুলে ঘাটতি কমানোর লক্ষ্যে রয়েছে । ক্যালেন্ডারে ভাদ্র পেরিয়ে আশ্বিন, তবু নিম্নচাপের নাছোড় অবস্থান । কাঠফাটা গ্রীষ্মে যখন এক পশলা বৃষ্টির জন্য চাতক হতে হয়েছিল, তখন তাপমাত্রার উর্ধ্বগামী দৌড়ে জেরবার অবস্থা হয়েছিল রাজ্যবাসীর । অন্তত দক্ষিণবঙ্গে ছবিটা তেমনই ছিল । উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টি হয়েছে । অনেক পরে বরুণ দেবতা দক্ষিণবঙ্গের জন্য অকৃপণ হলেও তা ঘাটতি মেটানোর পক্ষে যথেষ্ট ছিল না (IMD Kolkata Weather Forecast generally cloudy sky with one or two spells of rain) ৷

শারোদৎসবের দশদিন আগে নিম্নচাপ দুয়ারে কড়া নাড়লেও তা প্রধানত সমুদ্রের উপরে এবং ওড়িশামুখী । আলিপুর আবহাওয়া অফিস সামনের কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা জানিয়েছে । উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ অবস্থান করছে । যার অভিমুখ ওড়িশা উপকূলের দিকে । আগামী 24 ঘণ্টায় এই নিম্নচাপ আরেকটু শক্তি বাড়াবে । এছাড়া মৌসুমী অক্ষরেখা রাঁচি থেকে বালাসোর হয়ে এই নিম্নচাপের উপর পর্যন্ত বিস্তৃত । এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে খুব বেশি বৃষ্টি হবে না ।"

আগামী ক'দিন আবহাওয়া কেমন যাবে ? জানালেন আলিপুরের উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: বিনিয়োগের শুভক্ষণ জানতে দেখুন ইটিভি ভারত রাশিফল

আগামী 3-4 দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই । শুধু আজ দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা । বাকি জেলাগুলোয় হালকা থেকে মাঝারি বৃষ্টি । 24 ঘণ্টা পর থেকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে একটু বেশি বৃষ্টি হবে । এই নিম্নচাপটি যেহেতু সমুদ্রের উপরে রয়েছে, তাই আগামী 24 ঘণ্টায় এটি শক্তি বাড়াবে ৷ মৎস্যজীবীদের আজ ও আগামীকাল সমুদ্রে যেতে বারণ করা হয়েছে । উত্তরবঙ্গে এই মুহূর্তে কোনও সতর্কতা নেই, জানিয়েছেন আলিপুরের উপ-অধিকর্তা ৷

সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 92 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টিপাত 6.5 মিলিমিটার । আজ মঙ্গলবার দিনের আকাশ মেঘলাই থাকবে । কয়েক পশলা বৃষ্টি হতে পারে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

Last Updated : Sep 20, 2022, 8:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details