গভীর নিম্নচাপের প্রভাবে রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা, 2 অগস্ট: নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি এল ৷ আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে বঙ্গোপসাগরের উপরে গভীর নিম্নচাপ ঘনীভূত হয়েছে ৷ এর জেরে দিনভর ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়ে চলেছে গাঙ্গেয় উপকূলে ৷ আপাতত পরিস্থিতি বদলের তেমন কোনও সম্ভাবনা নেই। এতে দক্ষিণবঙ্গে বৃষ্টি ঘাটতি কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে ৷
তবে দু'দিনের এই বৃষ্টিতে ক্ষয়ক্ষতির আশঙ্কার কথাও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷ আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অতি-গভীর নিম্নচাপটি অবস্থান করছে ৷ গতকাল এটি বাংলাদেশের উপকূলে অবস্থিত খেপুপাড়া অতিক্রম করেছে ৷ এখন এই নিম্নচাপটি বাংলাদেশ এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলে রয়েছে ৷ বাংলাদেশের মোংলার উত্তর-পশ্চিমে, দিঘার উত্তর-উত্তর পূর্বে 160 কিমি দূরে এবং কলকাতার পূর্ব-উত্তরপূর্বে 70 কিমি দূরত্বে অবস্থিত ৷ আজ রাজ্যের উপর দিয়ে ঝাড়খণ্ড অভিমুখে যাওয়ার কথা এই গভীর নিম্নচাপটির ৷
আরও পড়ুন: ডেঙ্গি নিয়ে উদ্বিগ্ন মমতা, উত্তর 24 পরগনার পরিস্থিতি খতিয়ে দেখলেন স্বাস্থ্য সচিব
দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ বিক্ষিপ্তভাবে কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিও হতে পারে ৷ গাঙ্গেয় উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, দুই 24 পরগনায় অতিবৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়ে হাওয়া অফিস ৷ পাশাপাশি পশ্চিমে ঝাড়গ্রামে এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা ৷
বাংলাদেশের দিক থেকে নিম্নচাপটি রাজ্যে প্রবেশ করছে ৷ তাই নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই তিনটি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে ৷ আজ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ মঙ্গলবারের পর বুধবারও কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷ এদিকে, আজও মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷
আরও পড়ুন: প্রেম প্রস্তাব দেওয়ার জন্য ভলো দিন কন্যার, আপনার ভাগ্যে কি আছে ?
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 97 শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ 70 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ 26.7 মিলিমিটার ৷ আজ বুধবার দিনের আকাশ মেঘলাই থাকবে ৷ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করতে পারে ৷