পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: সপ্তাহ শেষে পারদ চড়বে, শীত বিদায়ের ইঙ্গিত

মাঘ মাস পড়ে গিয়েছে ৷ এবার শীত-বিদায়ের পালা ৷ হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহের শেষ দিক থেকে রাতে তাপমাত্রা বাড়তে থাকবে (West Bengal Winter Forecast) ৷

Winter in Bengal
বঙ্গে শীত

By

Published : Jan 19, 2023, 6:41 AM IST

Updated : Jan 19, 2023, 7:04 AM IST

শীত বিদায় নেবে ? কী বলছেন আবহাওয়াবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ?

কলকাতা, 19 জানুয়ারি: ধীরে হলেও বিদায়ের সংকেত দিতে আরম্ভ করেছে শীত ৷ চলতি সপ্তাহের শেষভাগ পর্যন্তই শীতের শিরশিরানি অনুভূত হবে ৷ আগামী সপ্তাহে পারদ চড়বে ৷ অর্থাৎ সরস্বতী পুজোর সময় শীতের দাপট সেভাবে মিলবে না ৷ আলিপুর আবহাওয়া অফিসের এই পূর্বাভাসে যাঁরা শীতের আরও একটু দীর্ঘায়ত ইনিংস আশা করছিলেন, তাঁদের মন খারাপ হতে পারে (West Bengal Winter Update) ৷

শীত যে ঝোড়ো কামব্যাক করবে না, সেই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিতে নারাজ হাওয়া অফিস ৷ কারণ, মাঘে শীতের কামড় হালকা হলেও শেষবেলায় মালুম পড়ে বঙ্গে ৷ আলিপুর হাওয়া অফিসের (India Meteorological Department, Regional Meteorological Centre Kolkata) উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, " বুধবার সকাল পর্যন্ত দক্ষিণ 24 পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে ৷ গত 24 ঘণ্টায় দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দু-এক জায়গায় ৷ উত্তরবঙ্গে আগামী 48 ঘণ্টায় শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে ৷ বাদবাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে ৷ 21 জানুয়ারি পর্যন্ত রাতের তাপমাত্রায় খুব একটা উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না ৷ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ- দু'জায়গাতেই তাপমাত্রা বাড়বে না ৷ 22 জানুয়ারি থেকে আস্তে আস্তে ঠান্ডা কমতে থাকবে, রাতের তাপমাত্রা বাড়তে থাকবে ৷ উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 48 ঘণ্টায় ঘন কুয়াশার সম্ভাবনা আছে ৷ আগামী 24 ঘণ্টায় কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ 24 এবং সর্বনিম্ন 16 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷"

আরও পড়ুন: ব্যস্ততার মধ্যেও ভালোবাসার মানুষকে কীভাবে খুশি রাখবেন, জানুন রাশিফলে

বুধবার কলকাতা এবং তার আশপাশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ সর্বোচ্চ তাপমাত্রা 23.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 83 শতাংশ এবং 52 শতাংশ ৷ বৃহস্পতিবার ভোরের দিকে কুয়াশা থাকলেও দিনের আকাশ মোটের উপর রোদ ঝলমলে থাকবে ।

Last Updated : Jan 19, 2023, 7:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details