কলকাতা, 19 জানুয়ারি: ধীরে হলেও বিদায়ের সংকেত দিতে আরম্ভ করেছে শীত ৷ চলতি সপ্তাহের শেষভাগ পর্যন্তই শীতের শিরশিরানি অনুভূত হবে ৷ আগামী সপ্তাহে পারদ চড়বে ৷ অর্থাৎ সরস্বতী পুজোর সময় শীতের দাপট সেভাবে মিলবে না ৷ আলিপুর আবহাওয়া অফিসের এই পূর্বাভাসে যাঁরা শীতের আরও একটু দীর্ঘায়ত ইনিংস আশা করছিলেন, তাঁদের মন খারাপ হতে পারে (West Bengal Winter Update) ৷
শীত যে ঝোড়ো কামব্যাক করবে না, সেই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিতে নারাজ হাওয়া অফিস ৷ কারণ, মাঘে শীতের কামড় হালকা হলেও শেষবেলায় মালুম পড়ে বঙ্গে ৷ আলিপুর হাওয়া অফিসের (India Meteorological Department, Regional Meteorological Centre Kolkata) উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, " বুধবার সকাল পর্যন্ত দক্ষিণ 24 পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে ৷ গত 24 ঘণ্টায় দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দু-এক জায়গায় ৷ উত্তরবঙ্গে আগামী 48 ঘণ্টায় শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে ৷ বাদবাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে ৷ 21 জানুয়ারি পর্যন্ত রাতের তাপমাত্রায় খুব একটা উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না ৷ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ- দু'জায়গাতেই তাপমাত্রা বাড়বে না ৷ 22 জানুয়ারি থেকে আস্তে আস্তে ঠান্ডা কমতে থাকবে, রাতের তাপমাত্রা বাড়তে থাকবে ৷ উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 48 ঘণ্টায় ঘন কুয়াশার সম্ভাবনা আছে ৷ আগামী 24 ঘণ্টায় কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ 24 এবং সর্বনিম্ন 16 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷"