পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 4, 2023, 6:53 AM IST

ETV Bharat / state

West Bengal Weather Update: জাঁকিয়ে শীত বঙ্গে ! সপ্তাহ শেষে চড়বে পারদ

শীত আসি আসি করেও কিছুতেই সেভাবে ধরা দিল না ৷ সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রির বেশি থাকছে ৷ তবে আগামী ক'দিনে তাপমাত্রা কিছুটা হলেও কমবে ৷ কিন্তু হাওয়া অফিস এখন থেকেই বলে রেখেছে এই পারদ পতন সাময়িক (West Bengal Weather) ৷

Winter
শীত

কলকাতা, 4 ডিসেম্বর: পারদ পড়ছে ৷ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি থাকলেও পারদের অধোগতি শুরু হয়েছে ৷ হাওয়া অফিসের আগামী পাঁচ দিনের পূর্বাভাসে তাপমাত্রা 2-4 ডিগ্রি কমার কথা বলা হয়েছে ৷ মূলত শুষ্ক আবহাওয়া থাকলেও আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে আগামিকাল বৃহস্পতিবার থেকে ঠান্ডা ফিরতে চলেছে নিজের ছন্দে ৷ কুয়াশার দাপট হালকা হলেও থাকবে ৷ বেলায় রোদ উঠতে পারে (IMD Kolkata West Bengal Winter Update) ৷

মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ৷ সর্বোচ্চ তাপমাত্রা 21.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম ৷ আবহাত্তয়াবিদরা জানিয়েছেন, বুধবার তাপমাত্রা আরেকটু কমেব 14 ডিগ্রিতে হতে পারে, যা 13 ডিগ্রিতে প্রবেশ করলে স্বাভাবিক বলা যেত ৷ 5 জানুয়ারি থেকে পারদ 2-4 ডিগ্রি পর্যন্ত নামতে পারে । এমনকী এই সময় পারদ পতন 12 ডিগ্রিও ছুঁয়ে ফেলতে পারে ৷ তবে ঠান্ডার এই দাপুটে ইনিংস বেশিদিন স্থায়ী হবে না ৷ খুব বেশি হলে এই সপ্তাহ পর্যন্ত ৷

আরও পড়ুন: নতুন বছরে বিনিয়োগে মুনাফা কাদের, জানুন রাশিফলে

8 জানুয়ারি রবিবারের পর থেকে পারদ ফের চড়বে ৷ উত্তরবঙ্গেও ঠান্ডা বাড়বে আগামী ক'দিনে ৷ মালদা এবং দুই দিনাজপুরে কুয়াশার দাপট থাকবে ৷ ইতিমধ্যে সিকিমে তুষারপাত হয়েছে ৷ ফলে সমতলে ঠান্ডার প্রভাব পড়বে ৷ দার্জিলিং-কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে এবং জমিয়ে ঠান্ডা পড়বে ৷ এমনকী পারদ 8 ডিগ্রিতেও নামতে পারে ৷ বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে ভোরের দিকে কুয়াশা থাকলেও দিনে রোদ উঠবে ৷ দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি এবং 14 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

ABOUT THE AUTHOR

...view details