পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: পারদ নেমে 12.7, শহরের শীতলতম দিন আজ - Winter

বঙ্গে ফিরছে শীত ৷ মরশুমের প্রথমে জমিয়ে ঠান্ডা না পড়লেও এবার উত্তর-পশ্চিমের শীতল বাতাস রাজ্যে ঢুকতে শুরু করেছে বলে জানিয়েছেন আলিপুর হাওয়া অফিসের আবহাওয়াবিদ (West Bengal Weather) ৷

Winter in Bengal
বঙ্গে শীত

By

Published : Jan 5, 2023, 6:41 AM IST

Updated : Jan 5, 2023, 9:16 AM IST

আগামী ক'দিনে আবহাওয়া কেমন থাকবে, জানালেন সৌরিশ বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 5 জানুয়ারি: রাত বাড়লে শীতও বাড়ে ৷ আবহাওয়ার এই ধারায় পৌষের বেলাশেষে ঠান্ডার আমেজ ফিরেছে বঙ্গে ৷ এক ধাক্কায় বেশষ খানিকটা নেমে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়াল 12.7 ডিগ্রি সেলসিয়াস । এই মরশুমের শীতলতম দিন আজ । ঠান্ডার এই আসা-যাওয়ার মাঝে আবহাওয়ার রকমফেরে জনজীবনে কখনও রোদ, কখনও শৈত্য ৷ আলিপুর হাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামী তিন দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা 2-4 ডিগ্রি কমবে ৷ দিনের তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না ।"

বুধবার কলকাতা বা তার আশপাশের অঞ্চলে গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.6 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 14.1 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ আগামী তিন দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন যেমন হবে না, তেমনই সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে আরও 2 ডিগ্রি মতো কমে 12 ডিগ্রির কাছাকাছি নামতে পারে ৷ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোয় সর্বনিম্ন তাপমাত্রা 3-4 ডিগ্রি কমতে পারে ৷ 8 তারিখের পর থেকে দিন এবং রাতের তাপমাত্রা আবার সামান্য একটু তাপমাত্রা বাড়বে (West Bengal Winter Update) ৷

আরও পড়ুন: রাজ্যে হদিশ মিলল চার বিএফ.7 আক্রান্তের ! সকলেই বিদেশফেরত, জানাল স্বাস্থ্য দফতর

উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত শুষ্ক পরিষ্কার আবহাওয়া থাকবে ৷ রাতের সর্বনিম্ন তাপমাত্রা 2-3 ডিগ্রি মতো কমবে ৷ আগামী দুই-তিন দিন ভোরের দিকে উত্তরবঙ্গে কুয়াশার দাপট থাকবে ৷ স্বাভাবিকভাবে বছরের এই সময়ে যে ধরনের ঠান্ডা থাকার কথা ছিল, তা বেশ কিছুদিন ধরে ছিল না ৷ কারণ উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার দাপুটে উপস্থিতির অভাব ৷ এবার তা ফিরে আসছে ৷ উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা বাতাসে শক্তি বৃদ্ধিতে জলীয় বাষ্পপূর্ণ বাতাস, যা আমাদের রাজ্যে প্রবেশ করছিল, তা দুর্বল হচ্ছে ৷ এর ফলে স্বাভাবিকের আবহাওয়া ফিরছে ৷

আগামী পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ আবহাত্তয়া প্রধানত শুষ্কই থাকবে ৷ 8 জানুয়ারি রবিবারের পর 2-1 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে ৷ আরও বেশি জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে বঙ্গে, জানিয়েছেন আবহাওয়াবিদ ৷ বৃহস্পতিবার ভোরের দিকে কুয়াশা থাকলেও দিনে রোদ উঠবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 22 ডিগ্রি এবং 13 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

Last Updated : Jan 5, 2023, 9:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details