পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: চেনা শীত দেরিতেই, পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের - Kolkata weather

বাংলার পৌষ আর ইংরেজিতে জানুয়ারি ৷ কিন্তু বহু আশার শীতের দেখা নেই ৷ আগামী 3 দিনেও আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না, জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (West Bengal Winter Update) ৷

Winter in Bengal
বঙ্গে শীত

By

Published : Jan 3, 2023, 6:57 AM IST

কলকাতা, 3 জানুয়ারি: 'হীরক রাজার দেশে' সিনেমায় রাজ কোষাগারে ঢুকে বাঘের সামনে পড়ে বাঘা 'গান কই, গান' বলে গুপীকে গান করতে বলেছিলেন ৷ তাঁদের সেই বাচনভঙ্গি ধার করে বলা যায়, 'শীত কই, শীত' ৷ সেখানে গুপী-বাঘার গলায় একইসঙ্গে ভয় এবং বিস্ময় ছিল । পৌষের মাঝামাঝি শীতের দেখা সেভাবে না পেয়ে আমজনতার গলায় শুধুই বিস্ময় ৷ দেশের বাকি অংশে জমিয়ে শীত পড়লেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শীত শান্ত ৷ পারদ পড়লেও চেনা ছন্দে ফিরতে দেরি শীতের, কুয়াশার দাপট চলবে, আপাতত এটাই আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস (IMD Kolkata Weather Winter in Bengal Forecast) ৷

'পৌষ তোদের ডাক দিয়েছে, আয়রে ছুটে আয়... ডালা যে তোর ভরে আছে পাকা ফসলে'- জানুয়ারি মাস, বাংলা ক্যালেন্ডারে পৌষ মাসের মাঝামাঝি পার করে গেলেও এখনও জাঁকিয়ে শীত পড়েনি রাজ্যে ৷ ফসলের ডালা ভরলেও চেনা শীতের দেখা মিলছে না ৷ কলকাতাতেও শীতের দেখা সেভাবে নেই ৷ ডিসেম্বরের শেষের দিকে ইতিউতি দেখা দিয়ে শীত আবার বেপাত্তা ৷

নতুন বছরের প্রথম দিন থেকে দ্বিতীয় দিনে তাপমাত্রা কিছুটা পড়েছে ৷ রবিবার, নতুন বছ‌রের প্রথম দিনে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশি ছিল ৷ আর সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি ৷ রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.5 ডিগ্রি সেলসিয়াস ৷ আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা 24.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ আজ মঙ্গলবার ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলার দিকে রোদ উঠবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 25 ডিগ্রি এবং 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে । অর্থাৎ পারদ ধীরে ধীরে পড়ছে ৷

আরও পড়ুন: জীবন সঙ্গীর ভাগ্য়ে সাফল্য কোন রাশির, জানুন রাশিফলে

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 3 দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে ৷ রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না ৷ তারপরে ধীরে ধীরে 2-4 ডিগ্রি নামবে পারদ, যার ইঙ্গিত ইতিমধ্যে মিলছে ৷ অর্থাৎ সপ্তাহান্তে শীত জমিয়ে দেখা দিতেই পারে ৷ উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী 3 দিন রাতের তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হবে না এবং তারপরে ধীরে ধীরে 2-3 ডিগ্রি কমবে ৷

কলকাতা থেকে জেলায় গত ক'দিন ধরে ঘন কুয়াশার দাপট ছিল । সেভাবে রোদের দেখা পাওয়া যায়নি ৷ বেলা বেড়ে সকালের ছবিটাও নরম রোদে মাখা ৷ সারা দিন আকাশে থাকছে হালকা মেঘের আনাগোনা ৷ তবে আকাশে হালকা মেঘ থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷

ABOUT THE AUTHOR

...view details