কলকাতা, 27 মে : ভরদুপুরে কিংবা পড়ন্ত বিকেলে কালো মেঘ দেখে যাঁরা ভাবছেন ভারী বৃষ্টি হবে, আবহাওয়ার খামখেয়ালিপনা তাঁদের বোকা বানাতে পারে । এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি কাকভেজা করে দিচ্ছে । ক্ষণিকের জন্য গরম কমতে পারে (IMD Kolkata says uneasiness to increase weather wise) ।
বৃহস্পতিবার থেকে তাপমাত্রার পারদ ফের গিয়ার বদলের ইঙ্গিত দিচ্ছে । আলিপুর আবহাত্তয়া অফিস আগেই জানিয়েছিল, তাপপ্রবাহের পরিস্থিতি না হলেও গরম বাড়বে । সেই মতো গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি । আপেক্ষিক আর্দ্রতা ছিল 89 শতাংশ । সর্বনিম্ন তাপমাত্রা 27.3 ডিগ্রি, স্বাভাবিক ৷