পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: কালবৈশাখী ঝড়ে তাপমাত্রায় রাশ বঙ্গে

বঙ্গে ইতিমধ্যেই নিজের উপস্থিতি জানান দিয়েছে কালবৈশাখী (Northwester)৷ আর তাতেই ভ্যাপসা গরম থেকে মিলেছে রেহাই ৷

ETV Bharat
কালবৈশাখী

By

Published : Mar 12, 2023, 6:32 AM IST

কলকাতা, 12 মার্চ: ওড়িশার উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশে মুখ লুকোল সূর্য । চৈত্র মাস শুরু হতে আর দিন তিনেক । অথচ আবহাওয়ার খামখেয়ালিপনা অব্যাহত । কয়েকদিন আগে গরম আর ঘামে ভ্যাপসা আবহ অস্বস্তি বাড়িয়েছিল । গত 48 ঘণ্টায় হঠাৎ নাতিশীতোষ্ণ আবহাওয়া । সূর্য ডুবলে বেশ একটা ঠাণ্ডা ভাব । ভোর রাতে ফ্যান চালালেও গায়ে চাদর দিলে অস্বস্তি হচ্ছে না । দিনেও চাঁদিফাটা রোদ এবং গরম বলা যাবে না । সবমিলিয়ে চৈত্রের আগে আবহাওয়ায় গরমের দাপট নেই । কেমন একটা নরম সরম ভাব (Weather Update of West Bengal)।

ইতিমধ্যে পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে গত দু'দিন ধরে সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়েছে । আজ রবিবার ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে । নদিয়া, মুর্শিদাবাদ ও দুই দিনাজপুরেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ঝোড়ো হাওয়া বইতে পারে । হাওয়া অফিস বলছে, নতুন সপ্তাহে বুধবার থেকে কালবৈশাখীর হাত ধরে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ঝড়বৃষ্টি হবে ।

ফলে চৈত্রের শুরুতে কাঙ্খিত কালবৈশাখীর দেখা মিলবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা । যার জেরে তাপমাত্রার পারদের উর্ধ্বগতিতে রাশ পড়বে বলে মনে করা হচ্ছে । হাওয়া অফিসের কথায়, এই সময় সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা বেশি আর সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রির মধ্যে থাকতে পারে । শনিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা 32.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 76 শতাংশ । রবিবার দিনের আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ও 23 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন :সপ্তাহের শুরুতেই ব্যবসায়ে উন্নতির সম্ভাবনা কাদের জানুন রাশিফলে

ABOUT THE AUTHOR

...view details