পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update : উত্তর থেকে দক্ষিণে জারি থাকবে বারিধারা, তারপরই ধেয়ে আসছে ঘূর্ণাবর্ত !

গত দু'মাস পর এসেছে বৃষ্টি ৷ শুক্রবার ও শনিবার তিলোত্তমা-সহ রাজ্যের অধিকাংশ জেলাতে বৃষ্টি হয়েছে ৷ আর তাতে বিশেষত দক্ষিণবঙ্গবাসীর প্রাণ জুড়িয়েছে ৷ কেননা বেশ কিছুদিন ধরে উত্তরে ক্রমাগত বৃষ্টি হচ্ছিল ৷ আর এখনও তা অব্যাহত থাকবে ৷ অন্যদিকে দক্ষিণে আগামী 3 তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বারিধারা জারি থাকবে ৷ আর তারপরই আসছে ঘূর্ণাবর্ত যা নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে (West Bengal Weather Update) ৷

Bengal Weather News
ধেয়ে আসতে পারে কালবৈশাখী

By

Published : May 1, 2022, 7:28 AM IST

Updated : May 1, 2022, 7:40 AM IST

কলকাতা, 1 মে : আগামিকাল সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার হাত ধরে ধেয়ে আসতে পারে কালবৈশাখী। ইতিমধ্যে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। হাওয়া অফিস বলছে এবার তাপমাত্রা স্বাভাবিকের একটু ওপরে বা সামান্য নিচে থাকতে পারে। তাপপ্রবাহের যে সতর্কতা এতদিন ছিল সেভাবে তা আর থাকছে না। বরং ঝড়-বৃষ্টির হাত ধরে স্বস্তি ফিরবে বঙ্গবাসীর কাছে (West Bengal Weather Update)।

উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। আগামী বুধবার 4 মে দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। পরদিন 5 মে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। এটি ক্রমশ দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। আরও শক্তিশালী হয়ে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয় কি না এবং কোন দিকে অভিমুখ থাকে সে দিকেই নজর রাখা হচ্ছে হাওয়া অফিসের তরফে। তাই দাবদাহে পরিত্রাহী অবস্থার উপশম হওয়ার ইঙ্গিত জোরালোভাবে মিটতে চলছে বলে ধরে নেওয়া যায়।

দু'মাস পর বৃষ্টিতে ভিজছে মহানগরী। তাপপ্রবাহে ঝলসানো দশা থেকে বারিধারার স্পর্শে রেহাইয়ের আশ্বাস কলকাতায়। শুধু তিলোত্তমা নয়, তৎপ্বার্শবর্তী অঞ্চলেও ঝড় বৃষ্টি হয়েছে শুক্রবার এবং শনিবার সন্ধ্যায়। ফলে আশা এবং আশ্বাস দুটোই দীর্ঘ হচ্ছে। আলিপুর আবহাওরা দফতরের অধিকর্তা গণেশচন্দ্র দাসও অবশ্য আশার কথা শোনাচ্ছেন ৷

আরও পড়ুন :ব্যাঙ্কিং ব্যবসায় জড়িতদের জন্য় অপেক্ষা করছে সুখবর ! জানতে দেখুন রাশিফল

পূবালী হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে। এই জলীয়বাষ্প বিহার ও ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমিতে গিয়ে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি করছে। সোম ও মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে।

জ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার হাত ধরে ধেয়ে আসতে পারে কালবৈশাখী

শনিবার সন্ধ্যায় বৃষ্টির পরিমাণ দমদমে (27.6 মিলিমিটার) এবং আলিপুর (11.3 মিলিমিটার)। আর আজ অর্থাৎ রবিবারে সেই পরিমাণ আরও বাড়বে। বৃষ্টির সম্ভাবনা শুধু কলকাতায় যে বাড়বে তা নয় কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও বাড়বে।

Last Updated : May 1, 2022, 7:40 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details