কলকাতা, 11 মার্চ :মার্চের দ্বিতীয় সপ্তাহেই গরমের অস্বস্তি ৷ এর মাঝে পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা দেখা দিলেও বৃষ্টি হবে কি না তা এখনও স্পষ্ট করতে পারেনি আলিপুর আবহাওয়া অফিস (IMD Kolkata says hot weather will increase in Bengal) ৷
তাপমাত্রার পারদের সঙ্গে বাড়বে গরমের অস্বস্তি ৷ কারণ ঝঞ্ঝার প্রভাব দীর্ঘায়িত হবে না । আপাতত তাই বলাই যায় গরমের মধ্যেই এ বছর রঙের উৎসবে মাততে হবে বঙ্গবাসীকে ৷ প্রতিদিনই একটু একটু করে বাড়ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update of West Bengal) ৷ দিন এবং রাতের এই তাপমাত্রা বৃদ্ধিতে শুরু হয়েছে নানা শারীরিক সমস্যা । হালকা ঘাম জমছে শরীরে । পিপাসায় গলা কাঠ হচ্ছে দ্রুত ।