কলকাতা, 19 মার্চ :চৈত্রের শুরুতেই ঘূর্ণিঝড়ের শঙ্কা দেখা দিলেও বঙ্গে তার প্রভাব পড়বে না । আবহাওয়াবিদরা বলছেন চৈত্রের শেষ কিংবা বৈশাখের সূচনায় ঘূর্ণিঝড় হয় । তাও এবার আলিপুর আবহাওয়া অফিস ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা দিচ্ছে । তবে তার বেশিরভাগটাই মৎস্যজীবীদের উদ্দেশ্য করে (West Bengal Weather Forecast Fog in the morning later mainly clear sky) ।
আগামী তিনদিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । 15 মার্চের সন্ধে থেকে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বে নিম্নচাপ সৃষ্টি হয়ে দক্ষিণ আন্দামান সাগরের দিকে এগোচ্ছে । তা পূর্ব-উত্তর পূর্বে সরে যাবে ৷ আজ 19 মার্চ নিম্নচাপটি দক্ষিণ আন্দামান সাগরে পৌঁছবে । 20 মার্চ রবিবার এই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে সোমবার 21 মার্চ ঘূর্ণিঝড়ে পরিণত হবে ।
আরও পড়ুন : ETV Bharat Horoscope for 19th March : সব সময় যে জয়ী হবেন তা নয়, মনে রাখবেন হার হল সাফল্যের চাবিকাঠি ইঙ্গিত কন্যা রাশির জাতক-জাতিকাদের
এরপর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে বয়ে গিয়ে বাংলাদেশ এবং উত্তর মায়ানমারের দিকে চলে যাবে । ফলে বঙ্গে এর কোনও প্রভাব নেই । বসন্ত বিদায়ের ঘণ্টা বাজার সঙ্গে গরম তার মারকুটে ইনিংস খেলা শুরু করে দিয়েছে । গরমের অস্বস্তি নিয়ে রঙের উৎসব শেষ হয়েছে । এবার বাতাস জলীয় বাষ্পপূর্ণ হওয়ায় অস্বস্তি বাড়বে ।
শুক্রবার কলকাতা এবং তার আশপাশে রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেড়ে হয়েছিল 35.5 এবং 23.9 ডিগ্রি সেলসিয়াস । শনিবার দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি এবং 24 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে । আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পঁচানব্বই শতাংশ ।