কলকাতা, 13 মে :শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় অশনি আগেই দূর্বল হয়ে পড়েছিল । অতি গভীর নিম্নচাপ দুর্বল হয়ে বৃহস্পতিবার সকালেই সাড়ে পাঁচটায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে (West Bengal Weather Update)। পরবর্তী সময়ে তা আরও শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপ হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে । ফলে রাজ্যে কোনও সর্তকতা নেই । তবে সমুদ্রের উপরে হাওয়ার গতিবেগ বেশি থাকবে । তাই 12 থেকে 15 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হচ্ছে ।
উত্তরবঙ্গে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে এবং আগামী 5 দিন উত্তরবঙ্গের উপরের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । উপরের যে পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং,আলিপুরদুয়ার,কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলির বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা । বৃষ্টি একটু বেশি হবে আলিপুরদুয়ার এবং কোচবিহারে । উত্তরবঙ্গে আবহাওয়ার পরিবর্তন না হলেও দক্ষিণবঙ্গে ফিরছে ভ্যাপসা গরম ৷