কলকাতা, 22 মার্চ : দক্ষিণ বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের কাছে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ৷ মায়ানমারের ওপর দিয়ে সেই ঘূর্ণিঝড় বয়ে গিয়েছে, কিন্তু বঙ্গে তার কোনও প্রভাব নেই । আলিপুর আবহাওয়া দফতরের এই পূর্বাভাসে এই রাজ্যের মানুষ স্বস্তির নিশ্বাস ফেলছেন (West Bengal Weather forecast) ।
কিন্তু গরম যেভাবে বাড়ছে তাতে অস্বস্তি বেড়েই চলেছে । রোদের তাপ বেলা বাড়লেই সহ্য করা কঠিন হয়ে পড়ছে । ঘামহীন শুষ্ক গরমে আই-ঢাই অবস্থা মানুষের । চৈত্রমাসে এই হাল, বৈশাখে কী হবে তা ভেবেই দিন গুনছেন আবহাওয়াবিদরা । সম্প্রতি তাপমাত্রার এই চরম মনোভাবাপন্ন মনোভাব গ্রীষ্মের শুরুতেই কবে দেখা গিয়েছে তা মনে করা শক্ত । অচিরেই তাপপ্রবাহের শঙ্কা দেখা দিচ্ছে মনে করছেন আবহাওয়াবিদরা ।