কলকাতা, 3 মে : ঈদের সিমুইয়ের সঙ্গে মিশে যাক অক্ষয় তৃতীয়ার লাড্ডু । সঙ্গে থাকুক বৃষ্টিভেজা নরম আবহ । উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃষ্টির সম্ভাবনায় তাপমাত্রার প্যারামিটারে গিয়ার বদলের ছবি, যা ইতিমধ্যেই অনুভূত হচ্ছে এবং আগামী কয়েকটি দিন স্থায়ী দক্ষিণবঙ্গে (IMD Kolkata forecasts scattered rain with thunderstorm very likely in Bengal) ।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও ছবিটা এক । সেখানে বরুণদেবতা প্রথম দিন থেকে কৃপণ ছিলেন না । আগামী কয়েকটি দিনেও একই রকম থাকবেন । ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই এবং একটু বেশি বৃষ্টি হবে কোচবিহার এবং আলিপুরদুয়ারে ।
এই ঝড় বৃষ্টির ফলে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে ৷ সেই কারণে দুই বঙ্গে এই তাপমাত্রাটা নিম্নমুখী । সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 33.8 আট ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । সপ্তাহখানেক আগেও এই পারদপতন কল্পনা করা যায়নি । বরং 'আল্লা ম্যাঘ দে, পানি দে' বলে কলারটিউন বাজছিল দক্ষিণবঙ্গে । হাওয়া অফিস বলছে, বর্তমান পারদের এই নিম্নমুখিতা বেশ কিছুদিন কিন্তু বজায় থাকবে । এখনই তাপমাত্রার কোনও বিশেষ পরিবর্তন হবে না । ফলে দহন জ্বালা থেকে আপাত মুক্ত বঙ্গ ৷
আগামী ক'দিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, জানালেন উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় আরও পড়ুন : Eid Shopping at New Market : ঈদের আগে শেষ দিনে জমজমাট নিউ মার্কেটে বাজার
স্বস্তির এই খবরের মধ্যে সতর্কতা থাকছে দুই বঙ্গেই ৷ দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কথা জানিয়েছেন হাওয়া অফিসের উপ-অধিকর্তা । পাশাপাশি আগামিকাল বুধবার 4 মে থেকে আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷ 6 তারিখ শুক্রবার তা নিম্নচাপে পরিণত হবে এবং তারপর সেটি আরও শক্তি বাড়িয়ে বঙ্গের দিকে ধাবিত হবে । চলচ্চিত্র উৎসবের সমাপ্তি, শ্রমিক দিবস, সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষের আনন্দ লগ্নে আবহাওয়ার সুখী পরিবর্তন, সিমুই, লাড্ডুর সহাবস্থানে বাড়তি স্বস্তি বয়ে নিয়ে এল ।