কলকাতা, 4 মে : ঝড় বৃষ্টির মেয়াদ আরও দু'দিন থাকবে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের । আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আজ এবং আগামিকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া, যার গতিবেগ প্রতি ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার হতে পারে (IMD forecasts rain with gusty wind likely to occur in some areas) ।
তবে আগামিকাল 5 মে থেকে এই ঝোড়ো হাওয়ার প্রভাব কমবে । তবে হাওয়া বন্ধ হলে গরম ফিরবে, তা নয় । বরং আগামিকাল থেকে 7 মে, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা ধরনের বৃষ্টি চলবে । তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন আগামী 4-5 দিনে নেই । ফলে বলাই যায়, দহনজ্বালা নয়, বরং সহ্য করার মতো গরম সামলাতে হবে দক্ষিণকে ।
বৃষ্টি চলছে উত্তর ও দক্ষিণ বঙ্গে, আগামী ক'দিন কেমন যাবে, জানালেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই অবস্থা অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে । আগামী দু'দিন অর্থাৎ 48 ঘণ্টা বৃষ্টি হতে পারে । সেই সঙ্গে উত্তরবঙ্গের দু'এক জায়গায় প্রতি ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে । 5 মে থেকে বৃষ্টির দাপট কমলেও 7 মে পর্যন্ত হালকা ধরনের এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে ৷
আরও পড়ুন : Forecast of Cyclone : ধেয়ে আসছে দুর্যোগের কালো মেঘ, প্রস্তুতি সারছে প্রশাসন
আজ, 4 মে দক্ষিণ আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে । যা পরবর্তী 24 ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে পারে । পরে এই নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে বলেই মনে করছে হাওয়া অফিস । তবে এর গতিপথ কী হবে, কতটা শক্তিশালী হবে, তা এখনই বলা যাচ্ছে না ৷
আলিপুর হাওয়া অফিসের অনুমান, এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে । চলতি মাসে আরও কয়েকবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । ফলে তাপপ্রবাহের শঙ্কা সেভাবে নেই । যেহেতু প্রাকমৌসুমীর বৃষ্টি, তাই কোনও জায়গাতেই কখনও একটানা বৃষ্টি হবে না ৷
মঙ্গলবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 6 ডিগ্রি কম । কয়েক সপ্তাহের মধ্যে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে এতটা পারদ পতন দেখা যায়নি । সর্বনিম্ন তাপমাত্রা 26.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ দিনভর দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টির কারণেই সর্বোচ্চ তাপমাত্রার এই ঝুপ করে নেমে যাওয়া । বুধবার আকাশ অংশত মেঘলা থাকবে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে ।