পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update : বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণে, ভিজবে কলকাতাও - IMD Kolkata forecasts rain possibility in the city of Joy

গতকাল ঝড়ের তাণ্ডবলীলায় গাছ উপড়ে পড়েছে ৷ রবীন্দ্রসরোবরে রোয়িং করার সময় প্রাণ খুইয়েছেন দুই যুবক ৷ ইডেনে প্রেসক্লাবের কাচ ভেঙেছে ৷ মৌসুমী বায়ু রাজ্যের থেকে খূব দূরে নেই ৷ তাই এবার হাওয়া বদলের পালা (West Bengal Weather Update) ৷

West Bengal pre monsoon
রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা

By

Published : May 22, 2022, 7:06 AM IST

Updated : May 22, 2022, 7:27 AM IST

কলকাতা, 22 মে : শনিবাসরীয় বিকেলের নব্বই কিলোমিটার বেগে আছড়ে পড়া ঝড় কলকাতার জনজীবনে স্বস্তি এবং শঙ্কা, দু'টোই বয়ে নিয়ে এসেছে । রাস্তা, গাড়ির উপর গাছ ভেঙে আতঙ্ক শহরে । দাপুটে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির কারণে রবীন্দ্র সরোবর লেকে বঙ্গোপসাগরের রোয়িং করতে গিয়ে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে ।

গত কয়েকদিনের বাড়তে থাকা তাপমাত্রায় রাশ টানতে ঝড়-বৃষ্টির ধামাকা দরকার ছিল বলে মনে করছেন হাওয়া অফিসের আবহবিদরা । দক্ষিণবঙ্গের পূর্বাভাস অনুযায়ী বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হলেও তাতে গরম কমছিল না । আলিপুর আবহাওয়া দফতরের কর্তব্যরত অফিসার বলছেন, "মৌসুমী বায়ু এখন বঙ্গোপসাগরের উপর রয়েছে । ধীরে ধীরে তা প্রবেশ করছে । এর ফলে আমাদের রাজ্যে জলীয়বাষ্প প্রবেশ করছে । উত্তরের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার আলিপুরদুয়ার জেলাতেই বৃষ্টি হবে । তবে কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে ।"

আগামী কয়েকদিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া ? জানালেন আলিপুর হাওয়া অফিসের আধিকারিক

আরও পড়ুন : Eden Gardens : কালবৈশাখীতে বিধ্বস্ত ইডেন ! ভাঙল প্রেসবক্সের কাঁচ, উড়ল মাঠের কভার

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে এবং আগামী কয়েকদিনে তা হবেও । মৌসুমী বায়ু বঙ্গের কাছাকাছি আসার ফলেই আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে । তাই বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে । কলকাতার ক্ষেত্রেও তাই হবে । মঙ্গলবার থেকে কলকাতার ইডেনে আইপিএল-এর প্লে অফ । ঝড়-বৃষ্টি যদি বাড়তে থাকে তাহলে ম্যাচ আয়োজনে অসুবিধায় পড়তে হবে । যদিও এবিষয়ে কোনও পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস (IMD Kolkata forecasts partly cloudy sky in Kolkata ) ।

শনিবার কলকাতা ও তৎপার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 35.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল নব্বই শতাংশ । রবিবার সপ্তাহের শেষ দিন আকাশ অংশত মেঘলা থাকবে । বিকেলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি ও সর্বনিম্ন 23 ডিগ্রির কাছাকাছি থাকবে ।

আরও পড়ুন : Boat Capsizes in Rabindra Sarobar: রবীন্দ্র সরোবরে রোয়িং করার সময় হঠাৎ কালবৈশাখী, বোট উলটে মৃত দুই কিশোর

Last Updated : May 22, 2022, 7:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details