কলকাতা, 11 ফেব্রুয়ারি :আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি ছিটেফোঁটা বৃষ্টিতে আজও ভিজবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা । এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (Bengal Weather Update) ৷ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় শুষ্ক আবহাওয়া থাকলেও আকাশে মেঘ থাকবে । হালকা বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে ।
এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, শুক্র এবং শনিবার দুই বঙ্গেই ভোরের দিকে কুয়াশা থাকবে । উত্তরবঙ্গের সব জেলাতেই শুক্রবার হালকা বৃষ্টি হবে । উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এছাড়া জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে শুক্র এবং শনিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে । তবে এরপর থেকে আর বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলে হাওয়া অফিস সূত্রে খবর । দক্ষিণবঙ্গে তাপমাত্রা শুক্রবার থেকে কিছুটা হলেও কমবে । প্রায় তিন ডিগ্রি পর্যন্ত পারদ পতন হওয়ার সম্ভাবনা (Weather Update of West Bengal) ।