কলকাতা, 20 মে : দিনভর মেঘলা আকাশ আর সন্ধ্যায় ঝড়-বৃষ্টি এমনটাই বঙ্গে আবহাওয়া ৷ বলা যায়, ঘূর্ণিঝড় অশনির পর থেকে রাজ্যে এইরকমই আবহাওয়া ৷ তাই তাপমাত্রার তীব্রতা না থাকলেও বঙ্গবাসীকে আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগতেই হচ্ছে ৷ তবে এইবার বঙ্গে বর্ষা আগে আসার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস ৷ তবে শুষ্ক আবহাওয়ার রাজ্যবাসীর অস্বস্তি বাড়তেই থাকবে (West Bengal Weather Update) ইঙ্গিত আবহাওয়া দফতরের ৷
বৃহস্পতিবার সারাটা দিন আকাশ ছিল মেঘলা । বঙ্গে বৃষ্টির পূর্বাভাস ছিল ৷ বিশেষত উত্তরবঙ্গে পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস । সেইমত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও দুই দিনাজপুরে ঝড়-বৃষ্টি হয়েছে । এদিকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, হুগলি এবং কলকাতাতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হয়েছে । সঙ্গে ঝোড়ো হাওয়া এবং হালকা মাঝারি বৃষ্টিতে তাপমাত্রার পারদের পতনে বড় ভূমিকা না থাকলেও আর্দ্রতা কমায় অস্বস্তি কমেছে রাজ্যবাসীর ।