কলকাতা, 18 মে :দেশের উত্তর-পূর্ব রাজ্যে বন্যা পরিস্থিতি । বৃষ্টির তোড়ে উপচে পড়েছে নদী । গ্রীষ্মের প্রথম দিন থেকে বৃষ্টি থেকে বঞ্চিত হয়নি হিমালয়ের পাদদেশের রাজ্যগুলো । দক্ষিণবঙ্গে যখন তাপপ্রবাহ চলছিল তখন থেকেই ভিজছে উত্তরবঙ্গ ৷
ঘূর্ণিঝড় অশনির পরবর্তী কয়েকদিনে দক্ষিণবঙ্গে প্রতিদিন নিয়ম করে ঝড়-বৃষ্টি হচ্ছে (Rain Possibility All Over West Bengal)। ফলে সেই ভ্যাপসা গরমের অতিষ্ঠ হওয়া জীবন এখন আর নেই । দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে মঙ্গলবার বিকেল থেকেই বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হয়েছে । বাদ যায়নি হাওড়া, দক্ষিণ 24 পরগনা ও কলকাতার কিছু অংশও । দিনের আর্দ্রতাজনিত গরমের অস্বস্তি সরিয়ে বিকেলের ঝড়-বৃষ্টিতে স্বস্তি ফিরেছে দক্ষিণে । একই সঙ্গে এই স্বস্তি বঙ্গে বর্ষার আগাম প্রবেশের ইঙ্গিত দিতে শুরু করেছে ।