কলকাতা, 29 জানুয়ারি : মাঘের শীত বাঘের গায়ে, কথাটা জানুয়ারির শেষ ক'দিনে মালুম হচ্ছে । আবহাওয়া অফিস পারদ পতনের আভাস দিয়েছিল । ফের জমিয়ে ঠান্ডা পড়ার কথা জানিয়েছিল । ইতিমধ্যে উত্তুরে হাওয়া এবং ঠান্ডার দাপট কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ টের পাচ্ছেন (Winter in Bengal) ।
শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কমে ছিল 13.7 ডিগ্রি সেলসিয়াস । হাওয়া অফিসের পূর্বাভাস, পারদের এই নিম্নমুখী যাত্রা রবিবারের পর থেকে থাকবে না । 31 জানুয়ারি থেকে তাপমাত্রা বাড়তে থাকবে । এই পরিবর্তনের কারণ সেই ঝঞ্ঝা । এর ফলে বাংলাজুড়ে ধাপে ধাপে বৃষ্টি হবে, যা চলবে 5 ফেব্রুয়ারি পর্যন্ত ।