কলকাতা, 24 মে : মৌসুমীবায়ু পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত অগ্রসর হয়েছে । জলীয় বাষ্পপূর্ণ বাতাসের কারণে উত্তরবঙ্গে তো বটেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে । সঙ্গে ঝোড়ো বাতাস । ফলে তাপমাত্রার পারদ 35 ডিগ্রির মধ্যে থাকছে ।
তাপপ্রবাহের সম্ভাবনা শুধু বঙ্গ কেন, দেশেও নেই, তা হাওয়া অফিস জানিয়েছে । এদিকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিতে আইপিএলের আসরে সমস্যা হতে পারে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে । নতুন সপ্তাহের প্রথম তিন দিন কলকাতায় আইপিএলের প্লে অফ এবং এলিমিনেটরের খেলা । সন্ধের প্রবল ঝড়-বৃষ্টি যে আসরটা মাটি করে দিতে পারে তার ইঙ্গিত মিলেছে গত শনিবার ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস 23 মে সোমবার থেকে থেকে 25 মে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে (IMD Kolkata forecasts possibility of moderate rain or thunderstorm) । আবহাবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বললেন, "হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । সঙ্গে কয়েক জায়গায় ঝোড়ো হওয়া বইবে । যার গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে । আজ মঙ্গলবার 24 তারিখ ঝড় বৃষ্টির প্রভাব বেশি পড়বে । 25 তারিখ বুধবারও সন্ধেয় ঝড়-বৃষ্টি হবে । বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে । তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না ।"