পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update : কেরালায় বর্ষা আসছে, বাংলায় আপাতত গরমের অস্বস্তি আর বিক্ষিপ্ত বৃষ্টি - partly cloudy sky

আবহাওয়া দফতর জানিয়েছে আর দু-তিন দিনের অপেক্ষা ৷ কেরালায় মৌসুমী ঢুকলেই দেশে বর্ষার ইঙ্গিত ৷ বাংলায় কবে, তা জানতে আরেকটু ধৈর্য ধরতে হবে (West Bengal Weather Update) ৷

Monsoon in West Bengal
রাজ্যে বর্ষা

By

Published : May 28, 2022, 6:35 AM IST

Updated : May 28, 2022, 7:08 AM IST

কলকাতা, 28 মে : আন্দামান সাগর পেরিয়ে আগামী দু-তিন দিনের মধ্যে মৌসুমী বায়ু কেরালায় প্রবেশ করতে চলেছে । মৌসুমী বায়ুর পরবর্তী গন্তব্য বাংলা কি না, তা জানতে কয়েকটি দিন অপেক্ষার কথা বলছেন আবহবিদরা । তবে বর্ষা যে দূরে নেই, তার ইঙ্গিত ধরা পড়ছে হাওয়া অফিসে (IMD Kolkata Forecasts partly cloudy sky) ।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশচন্দ্র দাস বললেন, "দক্ষিণবঙ্গে সব জেলায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি রয়েছে । বর্তমানে একটি অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে দক্ষিণ-বিহার পর্যন্ত । আরও একটি অক্ষরেখা নেপাল থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত । এর ফলে দক্ষিণবঙ্গে ক্ষণস্থায়ী বিক্ষিপ্ত বৃষ্টি হবে । ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । স্থানীয় বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে এই বৃষ্টি হবে । দুই বঙ্গের সব জায়গাতেই বৃষ্টি চলবে ।"

দেশে বর্ষা ঢুকতে আর 2 থেকে 3 দিন, রাজ্যে কী পরিস্থিতি ? জানালেন আলিপুরের অধিকর্তা গণেশচন্দ্র দাস

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 28th May : আজ ভাগ্যলক্ষ্মী কার কার উপর সহায় রয়েছে ? জেনে নিন রাশিফলে

তবে বেশি বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমানে । আগামী দু'দিন পশ্চিমের জেলাগুলো এবং উপকূলের জেলাগুলোতে দু-এক জায়গায় বৃষ্টি হবে । ইতিমধ্যে পারদ চড়তে শুরু করেছে । কলকাতা এবং তার আশেপাশে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম ৷ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 92 শতাংশ । ফলে আর্দ্রতাজনিত গরমের অস্বস্তি ভোগ করতে হয়েছে । আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে, পূর্বাভাস হাওয়া অফিসের ।

শনিবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 37 ও 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । আর্দ্রতাজনিত অস্বস্তি একই রকম থাকবে । কেরালায় মৌসুমী বায়ুর প্রবেশের পূর্বাভাস বঙ্গে বর্ষামঙ্গলের সম্ভাবনা তৈরি করেছে । তবে আপাতত গরম এবং তা বিক্ষিপ্ত বৃষ্টিতে দূর হবে না ।

Last Updated : May 28, 2022, 7:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details