কলকাতা, 27 ফেব্রুয়ারি : পৌরভোটের হাওয়ায় উত্তপ্ত হতে পারে রাজনৈতিক আবহ । রবিবাসরীয় ভোটের দিনে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । মেঘলা আকাশ, বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের কয়েকটি জেলায় (West Bengal Weather Forecast partly cloudy sky with rain or thundershower) ।
অক্ষরেখায় জলীয় বাষ্পের আগমনে মেঘের সঞ্চার । ফলসরূপ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে । তবে বৃষ্টির কারণে ঠান্ডা ফেরার কোনও আশা নেই । বরং দিন যত এগোবে, তাপমাত্রার পারদ চড়বে । রবিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে দিনের বেলায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 20 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে ।