পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update : আজ 108 পৌরভোটে বৃষ্টি বিরোধী দল ? - Regional Meteorological Centre Kolkata

আজ রাজ্যজুড়ে পৌরভোট ৷ আবহাওয়া বলছে, তাপমাত্রা বাড়বে, সঙ্গে দু-এক পশলা বৃষ্টিও (West Bengal Weather Update) ৷

Rain very likely on Civic Polls Day
পৌরভোটে বৃষ্টির পূর্বাভাস

By

Published : Feb 27, 2022, 7:04 AM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি : পৌরভোটের হাওয়ায় উত্তপ্ত হতে পারে রাজনৈতিক আবহ । রবিবাসরীয় ভোটের দিনে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । মেঘলা আকাশ, বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের কয়েকটি জেলায় (West Bengal Weather Forecast partly cloudy sky with rain or thundershower) ।

অক্ষরেখায় জলীয় বাষ্পের আগমনে মেঘের সঞ্চার । ফলসরূপ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে । তবে বৃষ্টির কারণে ঠান্ডা ফেরার কোনও আশা নেই । বরং দিন যত এগোবে, তাপমাত্রার পারদ চড়বে । রবিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে দিনের বেলায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 20 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে ।

আরও পড়ুন : Bengal Civic Polls 2022: নিরাপত্তার ঘেরাটোপে ভোট করাতে বদ্ধপরিকর রাজ্য নির্বাচন কমিশন

শনিবার রাতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30.9 ডিগ্রি সেলসিয়াস ও 18.5 ডিগ্রি সেলসিয়াস ৷ দুটোই স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ ইতিমধ্যে রোদের তাপ বাড়তে শুরু করেছে । হালকা বৃষ্টিতে ঘাম না হলেও, এবার বৃষ্টি কমলে গরম বাড়তে থাকবে । ক্যালেন্ডার বলছে ফাল্গুন মাস, তাই চৈত্রের দেরি নেই । ফলে বসন্ত বিদায় নিয়ে গ্রীষ্মের আগমনী বাজতে শুরু করেছে ।

ABOUT THE AUTHOR

...view details