পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update : মেঘলা আকাশে রাজ্যের বিভিন্ন জায়গায় বসন্তের বৃষ্টি - Rain in Spring in West Bengal

শীত বিদায় নিয়ে বসন্ত দোরগোড়ায় ৷ তাও বৃষ্টি চলছে (West Bengal Weather Update) ৷

Rain in Spring in West Bengal
বসন্তে বৃষ্টি

By

Published : Feb 25, 2022, 7:08 AM IST

কলকাতা, 25 ফেব্রুয়ারি :বসন্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত । বৃহস্পতিবার সন্ধে থেকে শুরু হয়েছিল, শুক্রবার রাতেও তা অব্যাহত । পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কয়েকটি জায়গা, নদিয়া, হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে ।

আলিপুর আবহাওয়া অফিস বলছে শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলোতে দার্জিলিং, কালিম্পং, মালদা, দুই দিনাজপুর এবং সিকিমের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে (West Bengal Weather Forecast Partly cloudy sky with rain or thundershower) । বারবার এই বৃষ্টি কেন, তার ব্যাখ্যায় খলনায়ক পশ্চিমী ঝঞ্ঝার নাম সামনে আসছে । তবে এতে তাপমাত্রা কমবার কোনও কারণ নেই । বরং যত দিন যাবে, পারদ ততই চড়বে ।

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 25th February : প্রেমজীবন দারুণ কাটবে মীন রাশির জাতক-জাতিকাদের, বাকিদের ভাগ্যে কী রয়েছে ?

ফেব্রুয়ারির শেষেই গায়ে রোদের তাপ অনুভূত হচ্ছে । অল্প হলেও ঘাম জমছে কপালে । ফ্যান চালালে ভালো লাগছে ৷ মরশুম বদলের এই সময়ে ঠান্ডা-গরমে শরীর খারাপ হতে পারে, এই শঙ্কায় সকলেই সতর্কিত ।বৃহস্পতিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা 20.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ৷

আজ শুক্রবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি এবং 21 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে ৷ ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে । পরে মেঘলা আকাশে বৃষ্টির ভ্রুকুটি ।

ABOUT THE AUTHOR

...view details