কলকাতা, 16 জানুয়ারি : দূর হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, জানাচ্ছে আবহাওয়া অফিস ৷ ফলে পৌষের অকাল বর্ষণে নাজেহাল জনজীবনে এবার রোদ্দুরের ছোঁয়া ৷ মাঘের শুরু থেকে শীতের আমেজ নতুন করে ফিরবে (West Bengal winter) ।
আজ উত্তর ও দক্ষিণবঙ্গে রৌদ্রজ্জ্বল আবহাওয়ার পূর্বাভাস থাকলেও দু-একটি জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । রবিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি ও 15 ডিগ্রির আশপাশে থাকবে ৷
এর মধ্যে শনিবার থেকে আবহাত্তয়া শুষ্ক হতে শুরু করেছে । গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 16.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷