কলকাতা, 16 ফেব্রুয়ারি : থাকবে রোদ ঝলমলে আকাশ ৷ পাশাপাসি থাকবে ঠান্ডার আমেজও ৷ তিনবছর পর কলকাতায় টি-টোয়েন্টি আর্ন্তজাতিক ক্রিকেটের আসর । ভারতীয় ক্রিকেট বোর্ডের কোভিড বিধিনিষেধ শিথিল না হওয়ায় ইডেন দর্শকশূন্য । অন্তত প্রথম দু'টোতে তো বটেই । তিন ম্যাচের সিরিজের শেষেরটাতে ফিরতে পারে দর্শক । তবে তার সরকারি ঘোষণা পেতে অপেক্ষা করতে হবে । শহরে আর্ন্তজাতিক ক্রিকেট ম্যাচের দিন আবহাওয়া বড় বাধা হবে না বলে পূর্বাভাস দিচ্ছে আলিপুর হাওয়া অফিস ।
রৌদ্রজ্জ্বল দিন এবং হালকা শীতের আমেজ মেখে নৈশালোকে ক্রিকেট যুদ্ধ উপভোগ্য হতে পারে । বুধবার কলকাতা এবং তার আশপাশে রাতের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 26.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা 14.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি কম (West Bengal weather forecast mainly clear sky) ।