কলকাতা, 29 অক্টোবর:ছট পুজোয় বাধা হবে না বৃষ্টি। কুয়াশার জন্য কিছুটা হলেও সমস্যা তৈরি হতে পারে (West Bengal Weather Update) । হেমন্তের শুরুতে ইতিমধ্যে আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে । সকালে কুয়াশা, ঘাসের ডগায় শিশির, নরম রোদ আর সন্ধ্যার বাতাসের শিরশিরানিতে ইঙ্গিত মিলছে শীতের । আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা কিছুটা হলেও নামবে । আপাতত এই আমেজটাই তার আগমনী । সামনে ছট এবং জগৎধাত্রী পুজো । চারিদিকে তার আয়োজনের ব্যস্ততা । বিশেষ করে ছট পুজোর আয়োজনের ব্যস্ততা তুঙ্গে । এই সময় বরুণ দেবতা কীরকম আচরন করবেন তা বড় প্রশ্ন । কিন্তু হাওয়া অফিস বলছে বৃষ্টি কাটা ছড়াবে না । কুয়াশাচ্ছন্ন সকাল সামান্য অসুবিধা সৃষ্টি করতে পারে মাত্র ।
আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, ছটপুজোর দিন সকালে কলকাতার কিছু কিছু জায়গায় কুয়াশা থাকবে । আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে । সেইভাবে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সম্ভাবনা নেই । বরং আগামী পাঁচদিন দুই বঙ্গেই শুষ্ক পরিষ্কার আকাশ থাকবে । মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা থাকবে না । দুই বঙ্গের কোথাও তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন আগামী পাঁচ দিনের মধ্যে নেই ।