কলকাতা, 16 জুন : আজই কি মৌসুমী বায়ুকে সঙ্গে করে গাঙ্গেয় পশ্চিম বঙ্গে বর্ষা প্রবেশ করছে ? অন্তত পূর্বাভাস তাই ছিল । আলিপুর আবহাওয়া দফতরের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় জানালেন, আগামী 48 ঘণ্টার মধ্যে বর্ষা ঢুকতে পারে রাজ্যে । ইতিমধ্যে কলকাতা-সহ আশপাশের অঞ্চলগুলিতে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়েছে ৷ তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে দক্ষিণে বর্ষা দুর্বল হবে । ক'দিন ধরে আকাশ মেঘলা থাকছে ৷ আজও তেমনটাই থাকবে, তাই দিনের তাপমাত্রা একটু কমবে (IMD Kolkata forecasts generally cloudy sky with rain likely to occur in some areas) ৷
আগামী পাঁচ দিন অর্থাৎ 19 জুন পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে । বিশেষত জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বেশি বৃষ্টি হতে পারে । এ নিয়ে বেশ কিছু সতর্কতার কথা জানালেন হাওয়া অফিসের উপ-অধিকর্তা ৷
- গত একসপ্তাহ ধরে প্রবল বৃষ্টি হয়ে চলেছে ৷ এতে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বৃদ্ধি পাবে ৷
- এর ফলে নিচু অঞ্চলে জল জমবে ৷ এমনকী বন্যা পরিস্থিতিও হতে পারে ৷
- মাঠে জল জমে ফসলের ক্ষতি হবে ৷
- দার্জিলিং ও কালিম্পংয়ে ভূমি ধসের সম্ভাবনা থাকছে ৷
- খুব বেশি বৃষ্টিতে পাহাড়ের রাস্তায় দৃশ্যমানতা কমবে ৷