পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update : শুষ্কতম জুনে দক্ষিণে মেঘলা আকাশ, উত্তরে বৃষ্টি অব্যাহত - rain

খলনায়ক বঙ্গোপসাগর, তেমনটাই জানাচ্ছে হাওয়া অফিস ৷ নিম্নচাপের পরিস্থিতি তৈরি না হওয়ায় দক্ষিণের ভাগ্যে বৃষ্টি জুটছে না ৷ এদিকে উত্তরবঙ্গে জনজীবন বিপর্যস্ত (West Bengal Weather Update) ৷

No rainfall in June in Kolkata
জুন মাসেও বৃষ্টি নেই

By

Published : Jun 25, 2022, 6:47 AM IST

কলকাতা, 25 জুন : কয়েক পশলা বিক্ষিপ্ত বৃষ্টিতে সান্ত্বনা খুঁজছে দক্ষিণবঙ্গ । পূর্বাভাসে যাই হোক, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আষাঢ় বৃষ্টি বিহীন । সাম্প্রতিককালের 'শুষ্কতম জুন'-এর তকমা পেতে চলছে চলতি মাস । পাহাড়ে যখন একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়ে চলেছে, তখন দক্ষিণে শুধু নামে বর্ষাকাল (IMD Kolkata Forecasts generally cloudy sky with one or two spells of rain) ।

আলিপুর আবহাওয়া অফিস আগামী পাঁচদিন বৃষ্টির যে পূর্বাভাস দিয়েছে, তাতে দক্ষিণবঙ্গের জেলাগুলোয় হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে । মুষলধারায় টানা বৃষ্টির কোনও কথা নেই । দিনের আকাশ মেঘলা হওয়ায় গরমের অস্বস্তিকর উত্তাপ থাকবে না ।

আরও পড়ুন : গরমের ছুটির পর খুলছে স্কুল; সঙ্গে জারি করোনা বিধিনিষেধ

দক্ষিণে ঠিক উল্টো ছবি উত্তরে । উপরের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস । বাকি জেলাগুলোয় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন থেকে রেহাইয়ের ইঙ্গিত নেই । কেন এই বৈপ্যরীত্য ? হাওয়া অফিস এক্ষেত্রে বঙ্গোপসাগরকেই খলনায়ক করেছে । কারণ, দক্ষিণবঙ্গে বৃষ্টির জন্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপের পরিস্থিতির প্রয়োজন তার কোনও ইঙ্গিত নেই ।

শুক্রবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা 27.3 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ শনিবার দিনের আকাশ মেঘলাই থাকবে । বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে শহর । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ও 27 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ।

ABOUT THE AUTHOR

...view details