কলকাতায়, 13 জানুয়ারি : পৌষ মাসের শেষবেলায় ঠান্ডার আপডেট নয়, বরং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস । শীতে বর্ষার আগমন । বিগত ক'দিন ধরে আলিপুর আবহাওয়া অফিস জানুয়ারির মাঝামাঝি শীত বিদায়ের ইঙ্গিত দিচ্ছে (West Bengal Weather Forecast generally cloudy sky with light rain) ।
রাতের তাপমাত্রা বেড়ে 17 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে । বুধবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 21.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা 17.5 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি । মেঘলা আকাশ এবং রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় দফায় দফায় হালকা বৃষ্টিতে নাজেহাল জনজীবন ৷