কলকাতা, 20 অক্টোবর: দুর্গাপুজোর মত কালীপুজোতেও বৃষ্টির আশঙ্কা । তাতে উৎসবের আনন্দে তাল কাটতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া অফিস (IMD Kolkata Forecast that Rain is Possible around Kalipuja) ৷ বর্ষা বিদায় নিলেও বৃষ্টি পিছু ছাড়ছে না । ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের হাত ধরে বারবার হানা দিচ্ছে বৃষ্টি ।
আলিপুর আবহাওয়া দফতরের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় জানান, আগামী 24 ঘণ্টার মধ্যে উত্তর আন্দামান সাগর আর তার সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে । শুক্রবার ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে । এরপর তা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে । পরবর্তী 48 ঘণ্টায় মধ্যে এই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে । পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে থাকাকালীন নিম্নচাপটি থেকে 24 অক্টোবর নাগাদ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে । ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পরে তার পরবর্তী গতিপথ কোন দিকে যাবে সেটা এখনই বোঝা যাচ্ছে না । নিম্নচাপটি তৈরি হওয়ার পর ধীরে ধীরে গোটা বিষয়টি স্পষ্ট হবে ।
আরও পড়ুন :ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, বিপর্যয় মোকাবিলায় বিশেষ পদক্ষেপ নবান্নের