কলকাতা, 21 মে : বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও গরম কমার লক্ষণ নেই দক্ষিণবঙ্গে । বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত থাকা নিরক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করাতেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে । চলতি বছরে গ্রীষ্মের প্রথম দিন থেকে নিয়মিত বৃষ্টি হয়ে চলেছে উত্তরবঙ্গে । বিশেষত উপরের পাঁচটি জেলায় গ্রীষ্মের গরম সেভাবে মালুম হল না নিয়মিত বৃষ্টিতে । তবে দক্ষিণবঙ্গ দাবদাহের উত্তাপ পেয়েছে ।
ঘূর্ণিঝড় অশনি-পরবর্তী সময়ে অবস্থা অনেকটা বদলালেও অস্বস্তিকর গরম ফের চেপে বসছে । দিনভর ভ্যাপসা গরম এবং বিকেলের পর থেকে একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হচ্ছে । শনিবার থেকে বৃষ্টি বাড়ার পূর্বাভাস রয়েছে । কিন্তু সেই বৃষ্টির মেয়াদ এতটাই কম যে সর্বোচ্চ তাপমাত্রায় লাগাম পরাতে পারছে না । তাপপ্রবাহের পরিস্থিতি হয়তো হচ্ছে না, কিন্তু গরম থাকছে (IMD Kolkata Forecast partly cloudy sky) ।