কলকাতা, 15 এপ্রিল : আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকায় দশমিনিট ঝড়ের তাণ্ডবে মৃত দুই মহিলা । ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ ফাঁড়ি । উত্তরবঙ্গের উপরে আরও দুই জেলাতে শিলাবৃষ্টি হয়েছে । গত ক'দিন ধরে উত্তরবঙ্গে নিয়মিত ঝড়বৃষ্টি হয়ে চলেছে । আলিপুর হাওয়া অফিস বলছে, এবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে । বরং শিকে ছিঁড়বে দক্ষিণবঙ্গের (IMD Kolkata Forecast partly cloudy sky with possibility of thundery development towards afternoon) ।
হাওয়া অফিসের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে । বৃষ্টির সঙ্গে দু-এক জায়গায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে । বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন বৃষ্টি না হলেও সপ্তাহান্তে অর্থাৎ শনি এবং রবিবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে । মুর্শিদাবাদ এবং মেদিনীপুরের কিছু অংশে আগামী 48 ঘণ্টায় বৃষ্টির বিক্ষিপ্ত সম্ভাবনা । আজ নববর্ষের দিন তাপমাত্রা কিছুটা বাড়বে এবং পূবালি হাওয়ায় জলীয়বাষ্প ঢোকায় অস্বস্তি বাড়তে পারে ।