কলকাতা, 17 অগস্ট: শ্রাবণের শেষের বৃষ্টি আর ভাদ্রের ভ্যাপসা গরম ! রাজ্যের আবহাওয়ার বর্তমান পরিস্থিতি এটাই। সারাদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়ে চলেছে ৷ কিন্তু তাতেও গরম কমছে না ৷ একটা অস্বস্তিকর গরমের অনুভূতি থেকেই যাচ্ছে ৷ আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির কারণেই এই আর্দ্রতাজনিত গরম ৷ ইতিমধ্যে পূর্বাভাসে জানানো হয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টিপর পরিমাণ কমবে ৷ উপরের পাঁচটি জেলা ছাড়া কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ৷ আগামী সাতদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ৷ তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই ৷
আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখার অবস্থান সীতামারি কিষাণগঞ্জ থেকে মালদা হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত ৷ আরও একটি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে ৷ ফলে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে ৷ তবে তা কখনওই ভারী বৃষ্টির জায়গায় পৌঁছবে না ৷
দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে বলে আভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷ বৃষ্টির পরিমাণের পাশাপাশি দফা বৃদ্ধির কথাও জানানো হয়েছে ৷ হাওয়া অফিসের পূর্বাভাস মিলেছে ৷ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে ৷ তবে তা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না ৷