কলকাতা, 9 নভেম্বর: ফ্যান চালিয়ে গায়ে একটা হালকা চাদর দিলে ভালোই লাগে । আবার না চালালে একটু যেন গরম লাগে । ঠাণ্ডা গরমের এই মিশেল আবহাওয়ায় শরীর খারাপের শঙ্কা করছেন চিকিৎসকরা । তারওপর ডেঙ্গি নিয়ে একটা আতঙ্ক তো রয়েছেই । এই অবস্থায় ঠাণ্ডা লেগে জ্বর হলে চিকিৎসকের কাছে যাওয়াই কাম্য । বলছেন এই শহরের ডাক্তাররা । ঋতু পরিবর্তনের এই সময়ে ঠাণ্ডা গরমের ওঠানামা স্বাভাবিক (West Bengal Weather Update) ।
আলিপুর আবহাওয়া দফতর অবশ্য আবহাওয়ার এই খামখেয়ালিপনায় বিস্মিত নয় । বরং শরৎ থেকে শীতের আগমনীর মধ্যে হেমন্তের শিরশিরানি ঋতুরঙের প্রকাশ মনে করছে হাওয়া অফিস । ইতিমধ্যে দক্ষিণ এবং উত্তরবঙ্গের জেলায় পারদ নামতে শুরু করেছে । দিনের তাপমাত্রা 30 ডিগ্রির আশেপাশে থাকছে । রাতে তা নেমে চলে যাচ্ছে 20 ডিগ্রির আশেপাশে । আগামী পাঁচদিনের যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে শুষ্ক আবহাওয়ার কথা বলা হয়েছে । বৃষ্টির কোনও ইঙ্গিত নেই । ঘুর্ণাবর্তের হাত ধরে নিম্নচাপের সম্ভাবনাও দেখা যাচ্ছে না ।